২০২১ সালে টেসলার বিক্রয় সফলতা বছরের শেষ প্রান্ত পর্যন্ত বজায় ছিলো।
কোম্পানিটি জানিয়েছে, বিদায়ী বছরে টেসলা ৯ লাখ ৩৬ হাজার ১৭২টি ইলেকট্রিক গাড়ি (ইভি) সরবরাহ করেছে। শুধুমাত্র চতুর্থ প্রান্তিকেই ৩ লাখ ৮ হাজার ৬০০ গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি।
প্রত্যাশা অনুযায়ী ১০ লাখের মাইলফলক অর্জন করতে না পারলেও ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুন পরিমান গাড়ি বিক্রি করেছে টেসলা। ঐবছর কোম্পানিটির ইভি বিক্রির পরিমান ছিলো ৪ লাখ ৯৯ হাজার ৫৫০টি।
বিক্রিতে বছর ভালো গেলেও মডেল এস এবং মডেল এক্সের ক্ষেত্রে অভিজ্ঞতা সুখকর হয়নি। আগের বছরের তুলনায় ২০২১ সালে হাই-এন্ড মডেল দুটির সরবরাহ ৫৭ হাজার ৩৯ থেকে অর্ধেকেরও বেশি নেমে (২৪ হাজার ৯৬৪) এসেছে।
তবে অনেক গ্রাহক এখনও মডেল এবং এক্সের নতুন সংস্করণ কিনতে আগ্রহী।বিশ্বব্যাপী চিপ সঙ্কট অটোমোবাইল ইন্ডাস্ট্রিকেও ভুগিয়েছে। এমনকি টেসলা অনেক গাড়ি ইউএসবি পোর্ট ছাড়াই সরবরাহ করেছে।