ঢাকা | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩২ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

৯০ দিন আগেও বুক করা যাবে উবার !

৯০ দিন আগেও বুক করা যাবে উবার !
৯০ দিন আগেও বুক করা যাবে উবার

কেনাকাটা থেকে ক্যাব বুকিং, এখন সবটাই একটা ক্লিকে। স্মার্টফোন কাছে থাকলে সবটাই হাতের মুঠোয়। তা সত্ত্বেও ক্যাব বুক করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। কারণ, কিছু কিছু সময় বুকিংয়ের চাপ থাকে মারাত্মক। সেই কথা চিন্তা করেই অভিনব সিদ্ধান্ত উবার-এর।

ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, উবার একটি ফিচার নিয়ে আসেছে, যার নাম ‘উবার রিজার্ভ’। নামটা শুনেই নিশ্চয়ই বুজতে পারছেন ব্যাপারটা কী। এবার প্রয়োজনে ৯০ দিন আগেও বুকিং করতে পারবেন উবার । ধরুন আপনি ইতিমধ্যেই বিমানের টিকিট বুক করে ফেলেছেন। ফলত ল্যান্ডিংয়ের সময়ও জানেন। তাহলে আর এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করার ঝক্কি রাখবেন কেন? এবার আগেভাগেই সময় আর জায়গা দিয়ে বুক করে রাখুন অ্যাপ ক্যাব। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট বিমানবন্দরে নামার আগেই পৌঁছে যাবে গাড়ি।

কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল উবার ? তারা জানিয়েছে, তাঁদের একমাত্র লক্ষ্য কোনও রকম সমস্যা ছাড়া যেন যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারেন। অনেক সময় চাপ বেশি থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়। কেউ কেউ প্রয়োজন না থাকা সত্ত্বেও উবারএক্সএল বুক করতে বাধ্য হন। সেই কারণে এই সিদ্ধান্ত।

৯০ দিন,উবার,uber reserve,উবার রিজার্ভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend