স্পেসএক্সের মালিক ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এপ্রিলে চীনে সফরের পরিকল্পনা করছেন। তিনি মূলত চীনের নতুন প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) লি কিয়াংয়ের সাথে সাক্ষাত করবেন। বিষয়টির সাথে অবগত দুইজন ব্যক্তির বরাত দিয়ে এই খবরটি জানিয়েছে রয়টার্স।
ঠিক কবে চীন সফরে যাবেন ইলন মাস্ক সেটি অবশ্য নির্ভর করতে লি কিয়াংয়ের সাথে সাক্ষাতের সময় পাওয়ার উপর বলে জানিয়েছে একটি সূত্র।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টেসলা কিংবা চীনে স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের পর টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন। দেশটির সাংহাই কারখানাটি ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানিটির সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র।