অনলাইন সংস্করণ
১৪:৩৫, ২৫ জুলাই, ২০২১
নতুন মডেলের মোটরসাইকেল আনল হিরো। মডেল গ্ল্যামার এক্সটেক। সম্প্রতি ভারতের বাজারে বাইকটি বিক্রি শুরু হয়েছে। ডিস্ক ও ড্রাম ব্রেক ভার্সনে এই বাইকটি পাওয়া যাবে। এটি একটি ১২৫ সিসির বাইক। ভারতে বিক্রি হচ্ছে ৮৪ হাজার রুপিতে।
ব্লুটুথ কানেকশন টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও ইউএসবি চার্জার সহ একাধিক ফিচার রয়েছে নতুন হিরোতে। মডেলটিতে এমন কয়েকটি ফিচার রয়েছে, যা যুবকদের কাছে এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে।
এতে রয়েছে, ইন্টিগ্রেটেড ইউএসবি চার্জার, সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর ইত্যাদি। এছাড়া বাইকটিতে রিয়েল-টাইম মাইলেজও দেখা যায়।
ডিজাইনের দিক থেকে হিরো গ্ল্যামার এক্সটেকের হেডলাইটে কিছু পরিবর্তন এনেছে। হিরোর দাবি নতুন বাইকে ৩৪ শতাংশ আলো বাড়বে। এছাড়া এটিতে রয়েছে ব্লুটুথ কানেকশন, গুগল ম্যাপ কানেকশন সহ আরও নানা ফিচার।