ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

ট্রিলিয়ন ডলারের পথে দক্ষিণপূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি

ট্রিলিয়ন ডলারের পথে দক্ষিণপূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি
ট্রিলিয়ন ডলারের পথে দক্ষিণপূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি

২০৩০ সাল নাগাদ দক্ষিণপূর্ব এশিয়ার অর্থনীতি এক ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের মাইলফলকে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময়ে আরো কয়েক লাখ মানুষ কেনাকাটা, খাদ্য সরবরাহ ও অর্থায়নের ক্ষেত্রে ইন্টারনেটের প্রতি ঝুঁকবে।

গুগল, সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োগকারী টেমাসেক হোল্ডিংস ও পরামর্শমক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে ৬ কোটি মানুষ ইন্টারনেটে ব্যবহারকারীর তালিকায় যুক্ত হয়েছে। ফলে মোট ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটিতে।

১১টি দেশের অঞ্চলটিতে ইন্টারনেটভিত্তিক অর্থনীতি দ্রুত বড় হচ্ছে। এক্ষেত্রে অঞ্চলটিকে সহায়তা করছে অল্পবয়সী জনসংখ্যা, ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহারকারী এবং নগরায়ন ও মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি।

দক্ষিণপূর্ব এশিয়ার অনলাইন বাজার ২০২১ সালের শেষ নাগাদ আনুমানিক ১৭ হাজার ৪০০ কোটিতে পৌঁছবে। ২০২৫ সাল নাগাদ এ বাজার ৩৬ হাজার কোটি ডলার এবং ২০৩০ সাল নাগাদ ১ লাখ কোটি ডলারে পৌঁছবে। প্রাথমিকভাবে ইকমার্স ও ইন্টারনেটভিত্তিক খাদ্য সরবরাহ বৃদ্ধির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

ট্রিলিয়ন,দক্ষিণপূর্ব এশিয়া,ডিজিটাল অর্থনীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend