ঢাকা | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বাংলা কনভার্টার
walton

দেশে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতি ২০২৭ পর্যন্ত

দেশে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতি ২০২৭ পর্যন্ত
দেশে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতি ২০২৭ পর্যন্ত

মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে বিকেল ৩টা থেকে অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন।

লিখিত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাসপূর্বক মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্য ভেদে ৫ এবং ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। এই বাজেট চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বিগত অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার কমল।

মোবাইল ফোন উৎপাদন,ভ্যাট অব্যাহতি ২০২৭
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়