ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২২ °সে
|
বাংলা কনভার্টার
walton

গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস

গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস
গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস

টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক সিদ্ধান্তের প্রভাব পড়েছে পুুঁজিবাজারে। নতুন সিম বিক্রিতে দেওয়া নিষেধাজ্ঞার প্রভাবে দাম কমেছে গ্রামীণফোনের শেয়ারের।

অন্যদিকে, এই নিষেধাজ্ঞার ফলে অন্য কোম্পানিগুলোর নতুন সিম বিক্রি ও গ্রাহক ধরার সুযোগ বাড়বে-এমন আশাবাদে বেড়েছে রবি আজিয়াটার শেয়ারের দাম। এ যেন কারো সর্বনাশ, কারো পৌষ মাস।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এদিনে রবি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ। ডিএসই সূত্র অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৭২১ বারে ৫৮ লাখ ২০৩টি শেয়ার লেনদেন করে। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

বিপরীতে বৃহস্পতিবারের মতো চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও লেনদেন শুরু হতেই দিনের সর্বনিম্ন দামে গ্রাহক সংখ্যায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিপুল শেয়ার বিক্রির চাপ আসে।

এতে লেনদেনের শুরুতেই দাম কমার সর্বনিম্ন সীমায় চলে যায় কোম্পানিটির শেয়ার। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের শেয়ারের দাম দাঁড়ায় ২৯৪ টাকা ১০ পয়সা।

৫.৮ টাকা দাম পতনে দিনের সর্বনিম্ন দাম বা ২৮৮ টাকা ৩০ পয়সা করে কোম্পানিটির ১ লাখ ২৮ হাজার ৩২৫টি শেয়ার বিক্রির আদেশ রয়েছে। আর ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। এখনো পর্যন্ত দিনের সর্বনিম্ন দামে ৫২ হাজার ৭৪৭টি শেয়ার বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বুধবার (২৯ জুন) নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

গ্রামীণফোনের সর্বনাশ,রবির পৌষমাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend