ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ |
৩৩ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাজেট ২০২৩-২৪:সুদহার ও ডলারের দাম বাজারভিত্তিক করার কাজ চলছে - অর্থমন্ত্রী

বাজেট ২০২৩-২৪:সুদহার ও ডলারের দাম বাজারভিত্তিক করার কাজ চলছে - অর্থমন্ত্রী
বাজেট ২০২৩-২৪:সুদহার ও ডলারের দাম বাজারভিত্তিক করার কাজ চলছে - অর্থমন্ত্রী

২০২০ সালের এপ্রিলে আরোপ করা সুদহারের সীমা প্রত্যাহারের কাজ চলছে। একই সঙ্গে মার্কিন ডলারের দাম বাজারভিত্তিক করার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী লিখিত বক্তৃতায় বলেন, ‘পরিবর্তিত বৈশ্বিক ও দেশীয় বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে মৌলিক পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে। মুদ্রানীতি কাঠামোতে অধিকতর স্বচ্ছতা ও নমনীয়তা আনা এবং মুদ্রার চাহিদা ও সরবরাহকে প্রভাবিত করার ক্ষেত্রে কার্যকারিতা বিবেচনায় মুদ্রানীতিতে “মনিটরি টার্গেটিং”–এর পরিবর্তে “সুদহার টার্গেটিং”–এর দিকে সরে আসার চিন্তা করা হচ্ছে।’

এ ছাড়া সুদের হার ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজারভিত্তিক করার কাজ চলছে বলেও জানান আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘খেলাপি ঋণসহ আর্থিক খাতের অন্যান্য সীমাবদ্ধতা দূর করে ব্যাংক খাতের উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ব্যাসেল-৩ অনুযায়ী বিভিন্ন পদ্ধতিগত নির্দেশিকা তৈরি করছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে বিধায় করোনাকালীন যে সকল ছাড় দেওয়া হয়েছে, তা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। আর্থিক খাতে সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে।’

বাজেট ২০২৩-২৪,সুদ,ডলার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention