বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সার্ভেইল্যান্স কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যারের অবৈধ সংযোগ প্রদান করে তথ্য পাচার ও অর্থ আত্মসাতসহ প্রকল্প বাস্তবায়নে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার দুদকের সহকারী পরিচালক মুবাশ্বিরা আতিয়া তমা, সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ, সহকারী পরিচালক রাজু আহমেদ ও সহকারী পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম এ অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে সার্ভেইল্যান্স কক্ষ পরিদর্শন, সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই এবং প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণে দেখা যায়, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সার্ভেইল্যান্স কক্ষের বাইরে পরিচালকের ব্যক্তিগত কক্ষে সফটওয়্যারটির ডেডিকেটেড সংযোগ ছিল, যা বর্তমানে নেই। অত্যন্ত গোপনীয় তথ্য সম্বলিত এ সংযোগ, যা পুঁজিবাজারে ইনফ্লুয়েন্স করতে পারে, তা কোনো উদ্দেশ্যে সার্ভেইল্যান্স কক্ষের বাইরে ছিলো তা ক্ষতিয়ে দেখার লক্ষ্যে সকল তথ্যাদি সংগ্রহ করে দুদক টিম।
এছাড়া অভিযানকালে এডিবির অর্থায়নে ক্যাপিটাল মার্কেটের ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক সিএমডিএফ প্রকল্পের অধীনে RIS সফটওয়্যার সিস্টেম বাস্তবায়ন কার্যক্রমের প্রকল্প সংক্রান্ত তথ্য ক্ষতিয়ে দেখে এনফোর্সমেন্ট টিম। টিম জানতে পারে, ২০১৮ সালে নেয়া প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালে শেষ হয়।
কিন্তু সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনায় প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পটির প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট (পিসিআর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করা হলেও RIS সফটওয়্যারটি এখনও ইনস্টল ও হস্তান্তর করা হয়নি মর্মে টিম প্রত্যক্ষ করে। সার্বিক বিবেচনায় উক্ত প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
টিম কর্তৃক সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি সংগ্রহ ও যাচাইপূর্বক অভিযানকালে প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।