ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

সাইনলাইফ গ্রাহকদের দায়দেনা পরিশোধের ভার গ্রিন ডেলটার

সাইনলাইফ গ্রাহকদের দায়দেনা পরিশোধের ভার গ্রিন ডেলটার
সাইনলাইফ গ্রাহকদের দায়দেনা পরিশোধের ভার গ্রিন ডেলটার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পারিবারিক বিমা কোম্পানি সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা বদলের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জাহিদ মালেক ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১ কোটি ৫৪ লাখের বেশি শেয়ার কিনে নিচ্ছে বিমা খাতের আরেক কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স।

দেশের বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গ্রিন ডেলটা ও সাইনলাইফের মধ্যকার শেয়ার কেনাবেচায় অনাপত্তি দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, ‘সানলাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের বিমা দাবির টাকা পরিশোধ করতে পারছিল না। এ কারণে কোম্পানিটি শেয়ার বিক্রির উদ্যোগ নিলে তা আমরা অনুমোদন করেছি।’

আইডিআরএ সূত্রে জানা গেছে, সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা হাতবদল হওয়ার পর তাদের গ্রাহকদের দায়দেনা পরিশোধের ভারও নেবে গ্রিন ডেলটা। তারা ধীরে ধীরে গ্রাহকের পাওনা পরিশোধ করবে। সূত্রটি আরও জানায়, সানলাইফের প্রতিটি শেয়ার ৫০ টাকা দামে কিনে নিচ্ছে গ্রিন ডেলটা। এ জন্য উদ্যোক্তাদের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার কিনতে গ্রিন ডেলটা ৭৭ কোটি টাকার মতো বিনিয়োগ করবে। শেয়ারবাজারে বর্তমানে সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ারের বাজারমূল্য প্রায় ৫৩ টাকা। সেই হিসাবে বাজারমূল্যের চেয়ে কিছুটা কম দামেই উদ্যোক্তাদের শেয়ার কিনে নিচ্ছে গ্রিন ডেলটা।

আইডিআরএ সূত্রমতে, হাতবদল হওয়া শেয়ারের দাম জানা গেলেও এ বিষয়ে কোনো তথ্য বা কথা বলতে রাজি হননি গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের কর্মকর্তারা। যোগাযোগ করা হলে গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের কোম্পানি সচিব ওয়ালিউল্লাহ খান বলেন, শেয়ারের দাম এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির উদ্যোক্তাদের শেয়ারের হাতবদলের যে অনুমোদন দিয়েছে, তাতে বেশ কিছু শর্তও আরোপ করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে শেয়ার হাতবদলের পর সানলাইফ ইনস্যুরেন্স পরিচালনার জন্য ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আবার উদ্যোক্তাদের যে শেয়ারের হাতবদল হচ্ছে, সেসব শেয়ারের ওপর দুই বছরের বিক্রয় নিষেধাজ্ঞা বা লক-ইন থাকবে। অর্থাৎ জাহিদ মালেক ও তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে গ্রিন ডেলটা যে ১ কোটি ৫৪ লাখ শেয়ার কিনছে, সেগুলো দুই বছরের মধ্যে বিক্রি করা যাবে না।

গত ৩১ অক্টোবর সানলাইফ ইনস্যুরেন্স ও গ্রিন ডেলটা আলাদাভাবে ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার কেনাবেচার এ তথ্য শেয়ারধারীদের জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সানলাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে ৮ শতাংশের বেশি শেয়ার রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে। যদিও সরকারের মন্ত্রী হওয়ায় তিনি বর্তমানে কোম্পানিটির পরিচালনা পর্ষদে নেই। তবে শেয়ারের মালিকানা রয়েছে তাঁর হাতে। বর্তমানে বিমা কোম্পানিটির পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মালিকানা বদল হলেও সানলাইফ ইনস্যুরেন্স আলাদা কোম্পানি হিসেবে কার্যক্রম চালাবে। কারণ, গ্রিন ডেলটা সাধারণ বিমা খাতের কোম্পানি আর সানলাইফ জীবনবিমা কোম্পানি। তাই কোম্পানি দুটির কর্মকাণ্ডও ভিন্ন।

সানলাইফ ইনস্যুরেন্স ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি টাকা সংগ্রহ করে।

সাইনলাইফ,গ্রাহকদের দায়দেনা পরিশোধ,গ্রিন ডেলটা,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend