ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ |
৩৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

প্রাইম ব্যাংক আনল ‘চ্যাটবট’ সেবা

প্রাইম ব্যাংক আনল ‘চ্যাটবট’ সেবা
প্রাইম ব্যাংক আনল ‘চ্যাটবট’ সেবা

গ্রাহকদের সেবা পাওয়া সহজ করতে প্রাইম ব্যাংক চালু করেছে তাদের চ্যাটবট সেবা ‘প্রাইমঅ্যাসিস্ট’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, এ প্রযুক্তির সহায়তা নিয়ে গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্টের তথ্য যেমন জানতে পারবেন, তেমনি পছন্দের মোবাইল মেসেঞ্জিং অ্যাপের মাধ্যমে ব্যাংকিংও করতে পারবেন।

প্রাইমঅ্যাসিস্ট হল আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি সম্বলিত একটি চ্যাটবট, যার মাধ্যমে গ্রাহকরা ‘সহজ উপায়ে, দ্রুত ও উন্নত’ সেবা পাবেন।

“প্রাইমঅ্যাসিস্ট গ্রাহকদের আর্থিক লেনদেন, তথ্য সরবরাহ, নতুন গ্রাহক নিয়ে আসা, সেলস, প্রোমোশনসহ আরও অনেক সেবা প্রদান করবে।“

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, প্রাইমঅ্যাসিস্ট গ্রাহকের ব্যাংকিং আরও সহজ করার প্রতিশ্রুতির প্রতিফলন। এতে গ্রাহক আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা, সুবিধা ও নিয়ন্ত্রণ পাবেন।”

ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মেও প্রাইমঅ্যাসিস্টের সেবা পাওয়া যাবে।

এর মাধ্যমে মোবাইল টপ-আপ, ব্যালেন্সের তথ্য, মিনি স্টেটমেন্ট, ডিপোজিট, লোন, ক্রেডিট কার্ডের আবেদনসহ বিভিন্ন কাজ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামীতে ইন্টারনেট ব্যাংকিং, তাৎক্ষণিক একাউন্ট খোলা, অর্থ স্থানান্তর, বিল পরিশোধ, কার্ড ব্লক ও আনব্লক করাসহ আরও কিছু সুবিধা এর সঙ্গে যোগ করা হবে বলে প্রাইম ব্যাংক জানিয়েছে।

প্রাইম ব্যাংক,প্রাইমঅ্যাসিস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention