ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ |
৩৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

প্রফেশনাল সার্টিফিকেশন দিতে ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সাথে বেসিসের চুক্তি

প্রফেশনাল সার্টিফিকেশন দিতে ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সাথে বেসিসের চুক্তি
প্রফেশনাল সার্টিফিকেশন দিতে ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সাথে বেসিসের চুক্তি

লন্ডনের ব্রিটিশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অ্যাসেসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। চুক্তির অধীনে ব্রিটিশ কম্পিউটার সোসাইটি মিলে একটা জয়েন্ট প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করবে বেসিসের বিআইটিএম। এই প্রোগ্রামে বিভিন্ন আইটি বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) লন্ডনের কুইন এলিজাবেথ আই আই সেন্টারে চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী দিনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বেসিসের পক্ষে সংগঠনটির সভাপতি সৈয়দ আলমাস কবির ও বিসিএসের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস. লুসি আয়ারল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর প্রদান করেন।

পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ব্রিটিশ কম্পিউটার সোসাইটির কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ব্রিটিশ কম্পিউটার সোসাইটি,বেসিস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention