ঢাকা | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

বিকেটিটিসি ক্যাম্পাসে প্রফেশনাল ট্রেনিং অনুষ্ঠিত

বিকেটিটিসি ক্যাম্পাসে প্রফেশনাল ট্রেনিং অনুষ্ঠিত
বিকেটিটিসি ক্যাম্পাসে প্রফেশনাল ট্রেনিং অনুষ্ঠিত

গতকাল ১৭ই মে, ২০২৪ ইংরেজী তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম এর উদ্যোগে বিকেটিটিসি ক্যাম্পাসে 'Sustainability – A Brief Overview in the Context of Apparel Industry and LC Management in Export & Import' এ দুটি বিষয়ের উপর দীর্ঘ চার ঘন্টাব্যাপি একটি প্রফেশনাল ট্রেনিং অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে ট্রেইনার ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক - সাসটেইনেবিলিটি, প্যাসিফিক জিন্স গ্রুপ ও নির্বাহী সদস্য শফিকুর রেজা আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক - জনতা ব্যাংক পিএলসি। উক্ত ট্রেনিংয়ে বিআইএম এ্যালামনাইবৃন্দ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ লাভ করে। ট্রেইনাররা তাদের ট্রেনিংয়ে বাস্তব কিছু অভিজ্ঞতা ও বর্তমান ব্যবসার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং এক্ষেত্রে আমাদের কি প্রস্ততি দরকার তা অংশগ্রহণকারীদের মধ্যে তুলে ধরেন।

সংগঠনের সহ-সভাপতি ও মহাব্যবস্থাপক - এস. এ. ফ্যামিলি সাইদুর রহমান মিন্টু বলেন আমাদের অ্যালামনাই এর উদ্যোগে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের অভিজ্ঞতা থেকে কিছু দেয়ার জন্য যাতে সদস্যবৃন্দ ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে ভাল কিছু করতে পারে। এবং সংগঠনের পক্ষ থেকে বিকেটিটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিআইএম এ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম এর পক্ষে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ফয়েজ, সাবেক সভাপতি আরিফ আহমেদ, যুগ্ম-সম্পাদক এস. এম. মুহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, নির্বাহী সদস্য বাসু দেব রুদ্র প্রমুখ।

বিকেটিটিসি,প্রফেশনাল ট্রেনিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend