ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
২৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পাচ্ছেন আসপিয়া

অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পাচ্ছেন আসপিয়া
অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পাচ্ছেন আসপিয়া

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ আটকে যাওয়া আসপিয়া ইসলামের জন্য সরকারি জমিতে ঘর নির্মাণ ও চাকরির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যত দ্রুত সম্ভব আসপিয়ার পরিবারের জন্য ঘর নির্মাণে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজকে জমি খুঁজতে নির্দেশ দি‌য়ে‌ছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার।

বরিশালের জেলা প্রশাসক খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন তাকে ফোন করেন।

জেলা প্রশাসক বলেন, আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। আসপিয়া যেন চাকরি পেতে পারেন, সেজন্য সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, 'আসপিয়ার জন্য ঘর নির্মাণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খাসজমি ঘুরে দেখেছি। উপজেলার বড়জালিয়া ইউনিয়নে কয়েক শতাংশ জমি পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেখানে ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসক স্যারের মতামত পেলে কাজ শুরু হবে।'

চাকরি পাওয়ার খবর শুনে আসপিয়া বলেন, 'মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্য চাকরির ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন। এই অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। তার কাছে আমি চিরঋণী হয়ে গেছি। আমার পাশে থাকার জন্য সকল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ।'

তিনি বলেন, 'আমাকে সমর্থন দেওয়ার জন্য দেশের সবাইকেও ধন্যবাদ। এখন দেশের প্রতি আমার দায়বদ্ধতা বেড়ে গেছে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য আন্তরিকতা ও সততার সাথে পালন করতে চাই।'

মেডিকেল , লিখিত ও মৌখিক পরীক্ষাসহ সবকটি ধাপে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির যোগ্যতা অর্জন করেন আসপিয়া। কিন্তু চূড়ান্ত নিয়োগের আগে জেলা পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে আসপিয়া ও তার পরিবারকে ভূমিহীন উল্লেখ করা হয়। ভূমিহীন হওয়ায় আসপিয়ার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী,আসপিয়া,চাকরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend