ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

অনস্পটে চাকরি পেলেন ৩০০ জন

অনস্পটে চাকরি পেলেন ৩০০ জন
অনস্পটে চাকরি পেলেন চাকরি

বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদাভিত্তিক ট্রেডে কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করছে সরকার। এলক্ষ্যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), একশনএইড বাংলাদেশ এবং এটুআই-এর আয়োজনে ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে রাজধানীর বিকেটিটিসি’তে দিনব্যাপী একটি জব ফেয়ার আয়োজন করা হয়েছে।

জব ফেয়ার-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং একশনএইড বাংলাদেশ-এর ম্যানেজার নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম, এনডিসি।

দিনব্যাপী এই মেলায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং সম্পন্ন করা প্রশিক্ষণার্থীরা অনস্পট বুকিংয়ের মাধ্যমে চাকুরির আবেদন করেন। যাদের মধ্য থেকে প্রায় তিন শতাধিক প্রশিক্ষণার্থীকে দেশের ১২টি স্বনামধন্য প্রতিষ্ঠান যোগ্যতা অনুযায়ী চাকুরিতে প্রবেশের সুযোগ করে দিবেন। এসব প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা তাদেরকে মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচন করেন। জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- স্বপ্ন, ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড, ট্রান্স-এশিয়া ইন্ড্রাট্রিজ লিমিটেড, এসিআই মটরস লিমিটেড, ম্যাটাডোর গ্রুপ, পারটেক্স স্টার গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, ইস্ট-ওয়েস্ট হিউম্যান রিসোর্স লিমেটেড, ইয়েস্টার্ন রিসোর্স ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, পার্কওয়ে, আম্বার আইটি এবং ব্যাবিলন গ্রুপ।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ট্রেনিং বা পড়াশুনা শেষে কোথায় চাকুরি হবে, কীভাবে হবে এসব চিন্তা না করে চাকুরিপ্রত্যাশীদের দক্ষতার উপর জোর দিতে হবে। চাকুরিদাতাদের জন্য আপনি কতটুকু কাজ করতে পারবেন, প্রতিষ্ঠানের উন্নয়নের করতে পারবেন তা দেখেই তারা আপনাকে নিয়োগ দেন। সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করে যাচ্ছে। এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জব ফেয়ারে অংশ নেওয়া চাকুরিপ্রত্যাশী ও চাকুরিদাতা উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাকুরিপ্রত্যাশীদের কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার উপর গুরোত্বারোপ করে তিনি বলেন, “বৈশ্বিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের পরিবর্তন হতে হবে। কারিগরি শিক্ষা নিয়ে যে ট্যাবু আছে তা থেকে বেরিয়ে আসতে হবে। সময়ের সাথে সাথে না বদলাতে পারলে আমরা টিকে থাকতে পারবো না। আজকের এই জব ফেয়ারের মাধ্যমে ৩০০জন বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে পাশাপাশি এধরনের উদ্যোগ নিকট ভবিষ্যতে চলমান থাকবে।”

সভাপতির বক্তব্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম, এনডিসি, বলেন, আজকে চাকুরিপ্রত্যাশীরা চাকুরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরছে, কিছুদিন পর চাকুরিদাতারা প্রশিক্ষিত চাকুরিপ্রত্যাশীদের কাছে যাবে। সেজন্য দেশের টিটিসিগুলোকে ইন্টারলিংকড হয়ে আরো কাজ করতে হবে। কল্পনাপ্রসূত প্রশিক্ষণ না দিয়ে কোম্পানির চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে কোম্পানিগুলো তাদের মেশিনারিজ পরিবর্তন করছে। সেজন্য বিশ্ববিদ্যালয় বা ট্রেনিং সেন্টারগুলোর ত্রিশ বছর আগের ল্যাবে বসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ না দিয়ে সময়োপযোগী দক্ষ জনবল তৈরিতে মনোযোগ দিতে হবে।

চাকরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend