ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ |
৩৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

প্র্যাক্টিশনার্স একাডেমি’র যাত্রা শুরু!

প্র্যাক্টিশনার্স একাডেমি’র যাত্রা শুরু!
প্র‍্যাক্টিশনার্স একাডেমি’র যাত্রা শুরু!

কর্পোরেট পেশাজীবীদের জন্য বিষয়ভিত্তিক সমসাময়িক ও উচ্চতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে প্র্যাক্টিশনার্স একাডেমি। ২ সেপ্টেম্বর প্রথম আলো কার্যালয়ের সভা কক্ষে ‘ইফেক্টিভ কনজ্যুমার কমিউনিকেশান’ প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হয় এই যাত্রা।

উক্ত ট্রেনিংয়ে ভোক্তার আচরণ বুঝে কার্যকর কমিউনিকেশান করার জন্যে ব্র‍্যান্ড ইক্যুয়িটি, কমিউনিকেশান ও বিজ্ঞাপনের জন্যে ব্রিফ লেখা এবং সেই ব্রিফ মূল্যায়নের বিস্তারিত শেখানো হয়। একটি কার্যকর ব্রিফ একটি কমিউনিকেশানের সফলতায় কার্যকর ভূমিকা রাখে। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে এই ব্রিফ লিখলে তা ব্র্যান্ড এবং তার সাথে যুক্ত এজেন্সি সবার জন্যেই ফলপ্রসু হয়। অনেক ক্ষেত্রেই ব্রিফটি সম্পূর্ণ থাকেনা। এই অসম্পূর্ণ ব্রিফ ইভাল্যুশন করতেও ব্র্যান্ড টিম এবং বিজ্ঞাপন এজেন্সিকে বিপাকে পড়তে হয়। এর ফলে ব্র্যান্ডের প্রোমোশান/বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত ফলাফল আসেনা। বিষয়টি সামনে রেখে আয়োজন করা হয় এই প্রশিক্ষণের। যেখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন আরলা ফুডস বাংলাদেশ এর হেড অফ মার্কেটিং জনাব গালীব বিন মোহাম্মদ। তিনি ইন্টারেক্টিভ এবং কেসস্টাডির মাধ্যমে এই সেসানটি পরিচালনা করেন।

প্র্যাক্টিশনার্স একাডেমি’র যাত্রারম্ভ নিয়ে প্রশিক্ষক গালিব বিন মোহাম্মদ বলেন, “পেশাজীবিদের দক্ষতা বাড়ানোর জন্যে প্র্যাক্টিশনার্স একাডেমির যাত্রা একটি দারুণ ব্যাপার। আজকের এই ট্রেনিং পেশাজীবীদের কনজ্যুমার কমিউনিকেশান তৈরীর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনে সরাসরি কাজে দেবে। এইভাবে সেক্টর ধরে কার্যকরী ট্রেনিং আয়োজন করতে পারলে আমাদের দেশীয় পেশাজীবিদের দক্ষতা বাড়বে এবং এর মাধ্যমে ব্যবসায়েরও উন্নতি ঘটবে।”

প্র্যাক্টিশনার্স একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের বিজনেস পেশাজীবীদের জন্যে “প্র্যাক্টিশনার্স একাডেমি থেকে আমরা ইম্প্যাক্টফুল সেশান এবং দরকরি ট্রেনিংয়ের আয়োজন শুরু করেছি, ভবিষ্যতেও ফোকাসড ট্রেনিং, ওয়ার্কশপ, কেসস্টাডি, গবেষণা বিষয়ে কাজ করব আমরা। গ্লোবালাইজেশানের এই যুগে দক্ষ পেশাজীবী গড়ে তুলতে হবে আমাদের কারণ তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।”

অনুষ্ঠান শেষে দেশের দক্ষ মানুষের সংকট থেকে উত্তরণের জন্যে প্র‍্যাক্টিশনার্স একাডেমির পরিকল্পনা নিয়ে কথা বলেন একাডেমির প্রধান পরিচালন কর্মকতা সোহরাব হোসেন গুড্ডু।

এসময় প্র্যাকটিশনার্স একাডেমীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম এই ট্রেনিং আয়োজনের সহ-আয়োজক প্রথমআলো ডট কম এবং স্ট্র‍্যাটেজিক পার্টনার ব্র‍্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। এই ট্রেনিং এ ২৭ জন মার্কেটিং পেশাজীবী যোগ দেন।

প্র‍্যাক্টিশনার্স একাডেমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention