ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের (এইচআরডিআই) আয়োজনে দু’ দিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) ভার্চূয়াল ‘ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট-আইপিইএস ২০২১’অনুষ্ঠিত হয়েছে।

আইপিইএস-২০২১ একটি টিচিং লার্নিং কনফারেন্স প্রোগ্রাম, যেখানে বিভিন্ন দেশের শিক্ষক, শিক্ষার্থী ও নীতি নির্ধারকরা কোভিড পরবর্তী সময়ের শিক্ষাব্যবস্থা ও পদ্ধতি নিয়ে আলোচনা-পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ছিল ইনোভেটিভ টিচিং লার্নিং প্র্যাকটিসেস, অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদেও অভিমত ও প্রত্যাশা, বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল ডিসকাশন ও কর্মশালা ইত্যাদি। এসব কর্মশালা পরিচালনা করেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিক্ষক ও শিক্ষাবিদরা।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সামিটের সনদ প্রদান ও সমাপনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সিমিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ টু আই প্রকল্পের পরিচালক ড. আবদুল মান্নান, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইপিইএস ২০২১ এর আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেনডেড লার্নিং সেন্টারের পরিচালক ড. মো. আকতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহযোগী প্রধান ও সহযোগী অধ্যাপক তাহসিনা ইয়াসমিন।

সামিটে বক্তারা বলেন, মহামারি আমাদের সবাইকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে শিক্ষাখাতকে। কোভিড মহামরি ইতোমধ্যেই আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এসব শিক্ষা আমাদেরকে কোভিড পরবর্তী সময়েও কাজে লাগাতে হবে।ডিজিটাল এবং ফিজিক্যাল শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। এই সমন্বয়কেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় নাম দিয়েছে ফিজিট্যাল। এ ধরনের একটি সময় উপযোগী শব্দ চালু এবং এ নিয়ে সামিট আয়োজন করার জন্য ড্যাফেডিল বিশ্ববিদ্যালয়কে বক্তারা সাধুবাদ জানান।

বক্তারা আরো বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদেরকে শুধু জ্ঞান প্রদান করলেই চলবে না তাদেরকে জ্ঞানের পাশাপাশি দক্ষতাও শেখাতে হবে। আমাদের এখন দরকার কর্মসংস্থান উপযোগী শিক্ষা। ড্যাফোডিলের এই সেমিনার শিক্ষাকে যুগপোযোগী করতে ভূমিকা রাখবে রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়,ফিজিটাল এডুকেশন সামিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend