ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

সার্ভিস চার্জ ছাড়াই কানাডার অন্টারিও'র ট্রেন্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ

সার্ভিস চার্জ ছাড়াই কানাডার অন্টারিও'র ট্রেন্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ
সার্ভিস চার্জ ছাড়াই কানাডার অন্টারিও'র ট্রেন্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ

বিদেশে উচ্চশিক্ষার পথিকৃৎ বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ৩১ তম বর্ষে পদার্পণ করছে ৩ সেপ্টেম্বর ২০২৩। সম্প্রতি প্রতিষ্ঠানটি ডিগ্রি/মাস্টার্স পাশ শিক্ষার্থীদের জন্য কানাডায় উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছে। যাদের আইএলটিএস স্কোর ৬.৫ আছে অথবা ডুয়োলিংগোতে ১১৫ বা পিটিই(একাডেমিক) ৬০ অথবা টোফেলে ৮৬ স্কোর আছে তারা কানাডার সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় অন্টারিও'র ট্রেন্ট ইউনিভার্সিটি তে ভর্তি হতে পারবেন। ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রামেও ভর্তি হতে পারবেন। এতে কোন সার্ভিস চার্জ লাগবেনা।

ভর্তির অফার লেটার ৫ কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে। ট্রেন্ট ইউনিভার্সিটি কর্মসংস্থানের জন্য অন্টারিওতে শীর্ষস্থানে রয়েছে। কানাডায় ১ বছর পড়াশোনার জন্য ১ বছর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবে আর ২ বছর পড়াশোনার জন্য ৩ বছর পর্যন্ত পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবে। বিএসবি জানিয়েছে ,এসব শিক্ষার্থীরা ২.৫ থেকে ৩ বছরের মধ্যেই কানাডার পার্মানেন্ট রেসিডেন্স পাবে।

বিএসবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার জানিয়েছেন,২০২০ সালে বিশ্বব্যাপি করোনা পরিস্থিতিতে বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির সংখ্যা কমে গিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাকার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল । আর তখন পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো বাংলাদেশসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে বেশি বেশি শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা নিয়েছে। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশুনার উদ্দেশ্যে যাওয়ার সুযোগটি আরো বেশি প্রসারিত হয়েছে। আমরা বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এই সুযোগটি পজিটিভলি কাজে লাগিয়ে, আমাদের দেশের বেশি বেশি শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়ার জন্যই, আমরা আমাদের সব রকম সার্ভিস চার্জ ফ্রি করে দিয়ে আমাদের দেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি।

আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে উচ্চশিক্ষার পথকে সুগম করতে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৩০ বছর যাবৎ বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ৯০০০০ শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের ৩০০ এর অধিক বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে আসছে।

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার সেলিমা রওশন বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯’র কারণে শিক্ষায় দুর্যোগ নেমে এসেছে। পথহারা হতাশাগ্রস্থ হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নতুন আঙ্গিকে ব্যাপক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ,প্লট-২২, গুলশান সার্কেল-২, ঢাকায় যোগাযোগ করতে পারেন।বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীরা এই https://forms.gle/NjfgGJv6sxExchCg6 ফরমটি পূরণ করলেই এক্সপার্ট কাউন্সিলর শিক্ষার্থীদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন। বিভিন্ন দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। ফোন - 01720557105, 01720557108, 01720557116, 01720557125, 01720557167

সার্ভিস চার্জ ছাড়া,কানাডা,অন্টারিও,ট্রেন্ট ইউনিভার্সিটি,উচ্চশিক্ষা,বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক,পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট,পার্মানেন্ট রেসিডেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend