ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

নগর সলিউশনস লিমিটেডে চাকরির সুযোগ

নগর সলিউশনস লিমিটেডে চাকরির সুযোগ
নগর সলিউশনস লিমিটেডে চাকরির সুযোগ

তথ্য- প্রযুক্তি খাতে স্বনামধন্য প্রতিষ্ঠান নগর সলিউশনস লিমিটেড দ্রুত বর্ধনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে ৫ জন সফটওয়্যার প্রকৌশলী নিয়োগ দিবে মাসিক ম্যাগাজিন চলতি ঘটনার মাধ্যমে। এ জন্য আবেদনকারীকে কেয়ার অফ চলতি ঘটনা লিখে সিভি পাঠাতে হবে।

আগ্রহী প্রার্থীদের নিচে উল্লেখ করা পদের নাম এবং অন্যান্য তথ্য অনুসারে চাকরির আবেদনপত্র সিভিসহ ই-মেইলে পাঠানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। পাঠানো আবেদন থেকে বাছাই করে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করবে নগর সলিউশনস লিমিটেড কর্তৃপক্ষ। সাক্ষাৎকারের পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে এখনই নিম্নোল্লিখিত ই-মেইল ঠিকানায় আপনার সিভি ই-মেইল করতে পারেন ২০ জানুয়ারি ২০২১-এর মধ্যে।

পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার

পদের সংখ্যা:

চাকরির দায়িত্বসমূহ: laravel এবং vue.js-এ দক্ষতা থাকতে হবে। PHP7 এর OOP বৈশিষ্ট্য এবং Laravel Framework, Payment gateway integration এবং API Integration-এর অভিজ্ঞতা থাকতে হবে। Git অথবা Version control-এর জ্ঞান থাকতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশনস এর কমপ্লিট টেস্টিং সম্পর্কে জ্ঞান ও Ajax, Angular Js, JSON সম্পর্কেও প্রার্থীর দক্ষতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সমমান ডিগ্রী

বয়স: ২১ থেকে ৩৫ বছর। পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন laravel এবং vue.js অভিজ্ঞরা প্রাধান্য পাবেন নতুন নতুন টেকনোলজি শেখার আগ্রহ থাকতে হবে। গ্রাহকের প্রয়োজনীয়তা বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। সিভি পাঠানোর বিস্তারিত: [email protected]

নগর সলিউশনস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান। এটি ২০০৯ সাল থেকে বিভিন্ন তথ্য প্রযুক্তি পরিষেবা দিয়ে আসছে। এই ১১ বছরে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য ৩০০টিরও বেশি ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্তর প্রযুক্তি নির্ভর সমাধান সফলভাবে তৈরি করেছে। সাফল্যের এই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বর্তমানেও বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছে।

আরও জানতে: www.nogorsolutions.com

নগর সলিউশনস লিমিটেডে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend