বিশিষ্ট চিকিৎসক, ইন্টিগ্রো ফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মকর্তা ডা: জেরিন দেলোয়ার হোসাইন জোন্তা ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ২৫ রিজিওনের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ভারতের মুম্বাই শহরের একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক পর্যায়ের মহিলাদের এ সংগঠনের আঞ্চলিক নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে জোন্তা ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পর্যায়ের বহু নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা: জেরিন এখন থেকে বাংলাদেশসহ ভারত, নেপাল ও শ্রীলংকা এই চার দেশে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নেতৃত্ব দিবেন।
আগামী দুই বছর দায়িত্ব পালন করার পর জোন্তা ইন্টারন্যাশনালের সাংবিধানিক ধারা অনুযায়ী তিনিই গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।
একান্ত এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে ড. জেরিন আরও জানান, জোন্তা ইন্টারন্যাশনালের সাধারণ দায়িত্বের পাশাপাশি তিনি এই চারটি দেশে নারী ক্ষমতায়ন ও অধিকার, নারী নির্যাতন বিরোধী আন্দোলনসহ বাল্য বিবাহ প্রতিরোধ নিয়েও কাজ করবেন।
এছাড়াও, তিনি শিশুদের মেধা বিকাশ ও কারিগরে প্রশিক্ষণ নিয়ে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন, তিনি ২০১২ সালে জোন্তা ক্লাব অফ গ্রেটার ঢাকার চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ড. জেরিন এর আগে জোন্তা ইন্টারন্যাশনালের ভাইস এরিয়া ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।