ঢাকা | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

অনুদানের চেক পেয়ে উচ্ছ্বসিত ‘প্রযোজক’ অপু বিশ্বাস

অনুদানের চেক পেয়ে উচ্ছ্বসিত ‘প্রযোজক’ অপু বিশ্বাস
অনুদানের চেক পেয়ে উচ্ছ্বসিত ‘প্রযোজক’ অপু বিশ্বাস

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। এবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন তিনি। পরিচালক বন্ধন বিশ্বাস নির্মাণ করবেন সিনেমাটি। সিনেমার নাম লাল শাড়ি। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রথম কিস্তি হিসেবে মোট অনুদানের ৩০ শতাংশ টাকার চেক গ্রহণ করেছেন অপু বিশ্বাস। অনুদানের চেক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় এভাবেই আপনাকে বাংলা চলচ্চিত্রের পাশে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

লাল শাড়ি সিনেমার কাজ কবে শুরু হবে, কে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করেননি তিনি। জানতে চাইলে অপু বলেন, ‘আমাদের ইচ্ছে আছে এ বছরই কাজ শুরু করার। কিন্তু কবে থেকে সেটা হতে পারে, তা চূড়ান্ত হয়নি।’

অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন, লাল শাড়ি সিনেমায় অভিনয় করবেন তিনি। তার সঙ্গে আর কারা থাকবেন সিনেমায় সে বিষয়ে জানতে চাইলে বলেন, ‘সেটা এখনই জানাতে পারছি না।’ ক্যামেরার সামনে অপু বিশ্বাস অভিজ্ঞ। কিন্তু ক্যামেরার পেছনে কাজ করেননি কখনো। প্রযোজনার কাজ সম্পর্কে জানা থাকলেও নিজে কখনো করেননি কাজটি। কীভাবে সামলাবেন জানতে চাইলে বলেন, ‘এটা আমার জন্য নতুন একটা জার্নি, নতুন জীবন। এ নিয়ে আমি একটি স্ট্যাটাসও দিয়েছি। আশা করছি গুছিয়ে কাজ করার। আমি স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। তিনি সবসময় চলচ্চিত্রের সঙ্গে ছিলেন, আশা করি আগামীতেও থাকবেন।’ কেন অনুদান নিয়েছেন তার কারণ ব্যাখ্যা করবেন জানিয়ে এ নায়িকা বলেন, ‘আমি অনুদান ছাড়াই সিনেমা প্রযোজনা করতে পারতাম। কিন্তু কেন অনুদানের জন্য আবেদন করেছি সে নিয়ে কথা বলতে চাই। তবে এখন না। শিগগিরই বিষয়টি সবাইকে জানাব।’

দেশে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাসের সিনেমা ছায়া বৃক্ষ। এ সিনেমায় অপুর নায়ক নিরব হোসেন। ছবির শুটিং শেষ করে পোস্ট-প্রডাকশনের কাজও শেষ। জুলাইয়ে মুক্তির কথা থাকলেও সিনেমাটি এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। ছায়া বৃক্ষ প্রযোজনা করছে অনুপম কথাচিত্র। এরই মধ্যে সিনেমাটির প্রথম ঝলক পোস্টার প্রকাশিত হয়েছে। চা বাগানের শ্রমিকবেশে ছবির চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ছবি প্রকাশ হয়েছে। নায়ক-নায়িকার চা শ্রমিকের বেশ প্রশংসিত হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। চা শ্রমিকের চরিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন তিনি। নতুন এ সিনেমা প্রসঙ্গে অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। সময়ও হচ্ছিল না। শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর বাধ্য হয়ে ওজন কমানোর যুদ্ধ শুরু করি। এ যুদ্ধে সফলও হই।’ ছায়া বৃক্ষ ছবিতে অপু বিশ্বাসের চরিত্রের নাম তুলি। চা শ্রমিক হিসেবে কাজ করা দেশের বিশাল এক জনগোষ্ঠীর অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। এমনটাই জানিয়েছেন কোটি টাকার কাবিনখ্যাত এ নায়িকা। ২০১৯-২০ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমা ছায়া বৃক্ষ।

বিদেশেও মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাসের একটি সিনেমা। ‘আজকের শর্টকাট’ নামের সিনেমাটি তৈরি হয়েছে কলকাতায়। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর লেখা সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার একটি গান। ‘ছুঁয়ে যাওয়া হাত’ শিরোনামের গানটির পুরোটাতেই দেখা গেছে অপু বিশ্বাস ও তার সহশিল্পী গৌরবকে। সপ্তাহ খানেক আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার কোনো প্রডাকশনে কাজ করেন অপু বিশ্বাস। সিনেমাটির কাজ ২০১৮ সালে করেছিলেন বলে জানান অপু। সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। আজকের শর্টকাট নিয়ে অপু বলেন, ‘এটা আমার অভিনীত অফ ট্র্যাকের সিনেমা। অনেক তো বড় লোকের মেয়ে, গরিবের মেয়ে, প্রেম, অ্যাকশন সিনেমা করেছি। এ সিনেমায় আমার চরিত্রটি সাধারণ মেয়ের। ভালো হয়েছে কাজটি। এখন ঠিকমতো দর্শকের সামনে আনতে পারলেই খুশি।’

এ সিনেমায় গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন, রেবেকা রউফ, গৌতম সাহা প্রমুখ। কলকাতার পাশাপাশি সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি এ দেশে মুক্তি দেয়া হবে। তবে এখনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চুক্তি হয়নি।

অপু বিশ্বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend