আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নিজেদের ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ করেছে।
সোমবার ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফন্টটির ইউনিকোড সংস্করণ উদ্বোধন করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সংস্থাটির শুভেচ্ছাদূত অভিনেত্রী জয়া আহসান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষীর জন্য ইউএন বাংলা ফন্টের ইউনিকোডে সংস্করণ চালু করা হয়েছে। আর তাই যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইউএনডিপির ওয়েবসাইট থেকে ফন্টটি নামিয়ে ব্যবহার করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএনডিপি।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘২০২০ সালে ভাষাশহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ইউএন বাংলা ফন্ট প্রকাশ করেছিলাম। যেহেতু অনলাইনে বাংলা ভাষার ব্যবহার ক্রমেই বাড়ছে, তাই আমরা এবার সবার ব্যবহারের জন্য ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ করেছি। আমি মনে করি, সংস্করণটি বাংলা লেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। ফোনের পাশাপাশি কম্পিউটারে এই ফন্ট ব্যবহার করা যাবে।’
ইউএনডিপি বাংলাদেশের শুভেচ্ছাদূত অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘আমরা যারা বাংলায় লেখালেখি করি তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি দারুণ সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএনডিপির এ রকম একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি নিজেও আনন্দিত।’
ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আবদুল কাইয়ূম বলেন, ‘ইউএন বাংলা ফন্টের মাধ্যমে খুব শিগগির ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইট বাংলাতে প্রকাশ করা হবে, এ ছাড়া এই ফন্টটি ইউএনডিপির অন্যান্য বাংলা প্রতিবেদন তৈরিতে ব্যবহার করা হবে।’