দীর্ঘদিন ধরে নাটকে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। দেখা মেলে উপস্থাপনাতেও।
এবার তার অভিষেক হচ্ছে বড় পর্দায়। সরকারি অনুদানের সিনেমা ‘যুদ্ধ জীবন’-এ অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করছেন রিফাত মোস্তফা টিনা। সম্প্রতি চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ইতোমধ্যেই এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও নাবিলা।
চট্টগ্রাম নাবিলার জন্মশহর। এ অভিনেত্রী বললেন, জীবনের প্রথম সিনেমা এটা। আর শুটিং শুরু করলাম জন্মশহরে, তাই আনন্দটা অনেক। শুটিংও হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে- সব মিলিয়ে আমার মধ্যে রোমাঞ্চটা বেশি কাজ করছে।
ছবির নির্মাতা টিনার ভাষ্য, সিনেমাটি মূলত আমার মা অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন। প্রথম লটে আমরা টানা সাত আটদিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে দশদিন শুটিং করার ইচ্ছে আছে।
চট্টগ্রামে সিনেমাটির শুটিং টানা সপ্তাহ খানেক চলবে বলে জানিয়েছেন নাবিলা। প্রথম লটের শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। আগামী মাসে ফের দ্বিতীয় লটের শুটিং হবে।