প্রথম হিন্দি সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে বিপরীতে পেয়েছেন জয়া আহসান। ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘কড়ক সিং’ শিরোনামের সেই সিনেমার সুবাদে দুজনের রসায়ন এখন আলোচনায় রয়েছে। এ বিষয়ে কথা বলতে দিয়ে বাংলাদেশী অভিনেত্রীর প্রশংসা করলেন ‘মির্জাপুর’ সিরিজের কালীন ভাইয়া।
জয়ার কোনো ছবি আগে দেখেছিলেন?- এ প্রশ্নে কলকাতার প্রথম সারির একটি পত্রিকাকে পঙ্কজ বলেন, ‘না, আগে দেখিনি। কিন্তু টোনিদা (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) জয়ার কথা বলার পর আমি ওর কিছু বাংলাদেশী ছবি দেখি। ভীষণ পরিণত অভিনেত্রী। একসঙ্গে কাজ করে খুব ভালো লাগল।’
ছবিতে জয়া আহসানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে বলেন, ‘এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করলাম। তবে কোনো রকম প্রস্তুতি নিইনি। পেশাদার অভিনেতা হিসাবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বচ্ছন্দের কথা মাথায় রেখেছি। কোনো রকম অসুবিধা হয়নি। দৃশ্যটি খুবই নান্দনিকভাবেই শুট করা হয়েছে। সেখানে কথোপকথনও খুব সুন্দর।’
ওই সাক্ষাৎকার সূত্রে জানা গেল পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রী বাঙালি। ‘অনিরুদ্ধর ছবিতে কাজ করার পর তা হলে কলকাতার সঙ্গে যোগ আরো গভীর হলো?’ এমন প্রশ্নে বলিউডের এ তারকা বলেন, ‘যোগ তো চিরকালই গভীর ছিল। আমার শ্বশুড়বাড়ি এখানে। এখন আত্মীয়তা আরো বেড়েছে।
অনুরাগ বসু ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। আমার খুব প্রিয় পরিচালক কৌশিক। আশা করি, খুব তাড়াতাড়ি আমরা একসঙ্গে কাজ করব। কলকাতার সব কিছুই আমার ভালো লাগে। আজ যেমন গলায় অসুবিধা হচ্ছে, তাই আলুসেদ্ধ ভাত খাব। অন্য সময় আমি আলু পোস্ত, ঝিঙে পোস্ত খেতে খুব ভালোবাসি। আসলে পোস্ত খেলে ঘুম খুব ভালো হয়।’
এদিকে পঙ্কজের সঙ্গে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে জয়া বলেন, ‘উনি খুব সাত্ত্বিক অভিনয় করেন। আর আমিও খুব সেরিব্রাল অভিনয় বিশ্বাস করি। যেমন, না অভিনয়। এই ছবিতে আমাদের ডিরেক্টর বলেছেন একদম অভিনয় করা যাবে না। সো যতটা আন্ডারটোন করা যায়। পঙ্কজ ত্রিপাঠি থেকে সবাই খুব সুন্দর অভিনয় করেছে, ছবিটা দেখলে বুঝতে পারবেন।’