টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে বড় পর্দার নায়িকা; শবনম বুবলীর উত্থানের গল্পটা কম-বেশি সবার জানা। পর পর অনেক ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। এরপর অন্য নায়কের সঙ্গে, ওটিটিতে কাজ করে নিজের অভিনয়সত্তার স্ফটিক ছড়িয়ে দিয়েছেন দর্শকের মাঝে।
ঢাকার সিনেমা পেরিয়ে এবার তার পদচারণা কলকাতায়। বছরের শুরুটা টলিউড প্রজেক্ট দিয়েই করছেন বুবলী। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। টলিউডের লোকাল প্রোডাকশন হলেও এর চিত্রনাট্যকার ও নির্মাতা বাংলাদেশের; তারা হলেন খায়রুল বাসার নির্ঝর ও রাশেদ রাহা।
এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার জন্য রবিবার (১৪ জানুয়ারি) কলকাতায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা থেকে উড়ে গিয়ে তাতে অংশ নিয়েছেন বুবলী। কথা বলেছেন ছবি ও দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে।
বুবলী বলেন, ‘একে তো ভাষাগত জায়গা থেকে একটা মিল আছে; দুই বাংলার ভাষাতেই মিষ্টি-দুষ্টি একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। কলকাতা, বাংলাদেশ মিলেমিশে একাকার। মাত্র ৩০-৪০ মিনিট লাগে যাতায়াতে। কিন্তু এই অল্প সময়টা অনেক কঠিন লাগে; এত বাধা, ভিসা, রেস্ট্রিকশনের কারণে। এগুলো না থেকে যদি আমরা অবাধ যাতায়াত করতে পারতাম, আরও বেশি ভালো হতো। যদিও এতে কিছু করার নেই। দেশের জায়গা থেকে সবাইকে মেন্টেইন করতে হয়। তবে ভালোবাসা, আবেগ সবই বিনিময় হচ্ছে।’
‘ফ্ল্যাশব্যাক’ প্রসঙ্গে বুবলীর মন্তব্য এরকম, ‘টলিউডের ছবি দিয়ে আমার এই বছরটা শুরু হচ্ছে, আর এই ছবিতে অভিনেতা-নির্মাতা কৌশিক স্যার আছেন আমাদের সঙ্গে। রাশেদ রাহার নির্মাণে হচ্ছে ছবিটি। সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, স্পেশাল কিছুই হবে। কলকাতার মানুষ এ বছরে আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, অনেক অনেক বছর এভাবেই যাক।’
এই ছবিতে আরও থাকছেন টলিউডের হাল তারকা সৌরভ দাস। তিনি বললেন, ‘এর আগে বাংলাদেশের মিথিলার সঙ্গে কাজ করেছি, বুবলীর সঙ্গে এই প্রথম। দুই বাংলার সমন্বয়ে একটা ছবি হচ্ছে। নির্মাতাও বাংলাদেশি। ফলে ভাষার দিক থেকে অদ্ভুত একটা ব্যাপার তৈরি হয়েছে। আমরা তাদের মতো করে কিছুটা বলার চেষ্টা করছি, তারাও আমাদেরটা বলার চেষ্টা করছেন। এটা খুবই মিষ্টি বিষয়। আর আমাদের কাজটা খুব ভালো হচ্ছে বলেই আমার বিশ্বাস।’
উল্লেখ্য, ব্লু হোয়েল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার শুটিং ইতোমধ্যে অনেকটা শেষ হয়েছে। বাকি শুটিং আগামী সপ্তাহেই সেরে ফেলবেন সংশ্লিষ্টরা। থ্রিলারধর্মী একটি গল্পে নির্মিত হচ্ছে এই ছবি।