ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

উয়েফা ইউরো ২০২০ ও কোপা আমেরিকা ২০২১ সরাসরি দেখা যাবে টফি অ্যাপে

উয়েফা ইউরো ২০২০ ও কোপা আমেরিকা ২০২১ সরাসরি দেখা যাবে টফি অ্যাপে
উয়েফা ইউরো ২০২০ ও কোপা আমেরিকা ২০২১ সরাসরি দেখা যাবে টফি অ্যাপে

বাংলালিংক-এর ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে বিনামূল্যে সরাসরি দেখা যাবে উয়েফা ইউরো ২০২০ এবং কোপা আমেরিকা ২০২১। জনপ্রিয় এই দুই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে যথাক্রমে আগামী ১২ ও ১৪ জুন। যেকোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ফুটবলপ্রেমীরা টুর্নামেন্ট দুইটির সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন টফি অ্যাপে।

টফি অ্যাপের “টিভি চ্যানেলস” সেকশনে গিয়ে সনি সিক্স এইচডি ও সনি টেন ২ এইচডি-এর মাধ্যমে ম্যাচগুলি দেখা যাবে। বাংলায় ধারাভাষ্য শুনতে ম্যাচগুলি দেখতে হবে সনি সিক্স এইচডিতে। টফি অ্যাপ ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://toffeelive.com/

টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত বলেন, “সর্বস্তরের মানুষের চাহিদা বিবেচনা করে আমরা টফিতে বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে এসেছি। ফুটবলপ্রেমীরা যাতে সহজে জনপ্রিয় এই দুই টুর্নামেন্ট উপভোগ করতে পারেন সেই জন্য এবার এই সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করে টুর্নামেন্টের ম্যাচগুলি সরাসরি দেখতে পারবেন তারা।”

টফি ভবিষ্যতেও ব্যবহারকারীদের জন্য উন্নতমানের বিনোদনমূলক ডিজিটাল কনটেন্ট নিয়ে আসবে।

কোপা আমেরিকা ২০২১,উয়েফা ইউরো ২০২০,টফি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend