ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

গ্যাজেট অ্যান্ড গিয়ার আজ উন্মোচন করলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৩

গ্যাজেট অ্যান্ড গিয়ার আজ উন্মোচন করলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৩
গ্যাজেট অ্যান্ড গিয়ার আজ উন্মোচন করলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৩

আজ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত আইফোন ১৩ উন্মোচন করলো প্রযুক্তিখাতে দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন ও অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার।

আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আইফোন ১৩ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপরিচিত পাবলিক স্পিকার ডন সামদানি, জনপ্রিয় ফুড ব্লগার রাফসান, গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাচ্চু, ডিরেক্টর মোহাঃ এহসান কবীর চৌধুরী এবং যমুনা গ্রুপ এর পরিচালক ড. মো. আলমগীর আলম।

অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান ‘আইফোন ১৩ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাসাধারণের জন্য থাকবে আকর্ষণীয় কিছু অফার ও গিফট। 0% ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধা থেকে শুরু করে ব্যাংক অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা জিএন্ডজি এক্সক্লুসিভ গিফট, এক্সচেঞ্জ সুবিধা। তিনি আরো জানান, প্রতিটি আইফোন বিটিআরসি অনুমোদিত এবং ক্রেতাগণ ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সুবিধা পাবেন!’

এবারের আইফোন ১৩ এর লাইনআপে চারটি মডেল থাকছে | আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। ১২৮ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩ এর এই মডেলগুলো।

উল্লেখ্য, ২০১১ তে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার ২২টির ও বেশি আউটলেট নিয়ে এখন ছড়িয়ে আছে ঢাকা শহরের সব প্রান্তে। ২০১৭ সাল থেকে অ্যাপেলের অথোরাইজড রিসেলার হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দ্রুত ডেলিভারি, ট্রেড-ইন সুবিধা, অফিসিয়াল ওয়ারেন্টি ইত্যাদির পাশাপাশি গ্যাজেট এন্ড গিয়ার অনলাইনের মাধ্যমে সারা দেশে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি |

গ্যাজেট অ্যান্ড গিয়ার,আইফোন ১৩
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend