ঢাকা | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার

বাংলাদেশের বাজারে সাড়ম্বরে আজ আসছে অপো এফ১৯ প্রো

বাংলাদেশের বাজারে সাড়ম্বরে আজ আসছে অপো এফ১৯ প্রো
বাংলাদেশের বাজারে সাড়ম্বরে আজ আসছে অপো এফ১৯ প্রো

বাংলাদেশের বাজারে আজ স্মার্টফোন ‘এফ১৯ প্রো’ নিয়ে এসেছে অপো। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করছে প্রতিষ্ঠানটি। নিজেদের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে “জমকালো” ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার খবরও জানিয়েছে তারা।

আজ ১০ মার্চ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানটি। অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোটা আয়োজনটি শুরু হবে ‘লাইট মিউজিক এলইডি শো’ দিয়ে, নৃত্যশিল্পী হৃদি শেখ এবং তার দল পরিবেশন করবেন ‘ইন্টারঅ্যাকটিভ এলইডি ডান্স’।

অপো আরও জানিয়েছে, এফ১৯ প্রো হ্যান্ডসেটটি এলইডিতে দেখা যাবে এবং অপো ব্র্যান্ড এবং তার সব পণ্য দর্শকদের সামনে উপস্থাপিত হবে। ‘এফ১৯ প্রো’-এর “আইকনিক ব্র্যান্ড-অ্যাম্বাসেডর্স” সিয়াম আহমেদ এবং সাফা কবিরসহ সব অপো কর্মকর্তা, এবং তাদের সহযোগীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সংগীত শিল্পী পরশি ও তার দল। আয়োজনের তালিকায় রয়েছে র‌্যাম্প শো-ও।

এছাড়াও সাম্প্রতিক সময়ের ইউটিউবার এবং প্রভাবকরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছে অপো।

মার্চের ১৮ তারিখ থেকে এফ১৯ প্রো স্মার্টফোনটির বিক্রি শুরু হবে। সব অপো বিক্রয়কেন্দ্র, শপিং মল এবং অন্যান্য শোরুমগুলোতে পাওয়া যাবে স্মার্টফোনটি।

এফ১৯ প্রো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend