ঢাকা | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

এক ক্লিকেই পুরনো ফোন হবে একদম নতুনের মতোই

এক ক্লিকেই পুরনো ফোন হবে একদম নতুনের মতোই
এক ক্লিকেই পুরনো ফোন হবে একদম নতুনের মতোই

বিভিন্ন সময়ই একাধিক সমস্যা তৈরি হয় মোবাইলে। একাধিক উপায়েও সমাধান হয়না। প্রয়োজন হয় ফ্যাক্টারি রিসেটের অথবা সম্পূর্ণ ডেটা ডিলিটের। কিন্তু অনেকেই জানেন না হয়তো কীভাবে ফ্যাক্টারি রিসেট করতে হয়। এই প্রতিবেদনে জেনে নিন পুরো পদ্ধতি।

প্রথমে আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করুন। সেখানে ফোন সেটিংস অথবা সিস্টেম সেটিংস অপশনের উপর ট্যাপ করুন। ওই অপশনের মধ্যেই থাকে ইরেজ অল ডেটা অথবা ফ্য়াক্টারি সেটিংস। সেখানে ট্যাপ করলেই ফোনের সমস্ত ডেটা ডিলিট হবে। এবং নতুন ফোন কেনার সময় যেমন থাকে ফের তেমনই পরিস্থিতিতে ফিরে যাবে আপনার ফোন।

তবে ফ্যাক্টারি রিসেট করার সময় অবশ্যই ফোনের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ডেটার ব্য়াকআপ নেওয়া জরুরি। পুরো প্রক্রিয়া করতে কয়েক মিনিট সময় লাগে। ফোনের মধ্যে কোনও ম্য়ালওয়ার বা সিকিউরিটি থ্রেট থাকলে অথবা ফোনের ইন্টারন্যাল কোনও সমস্যা হলে এই পদ্ধতিতে সমাধান করা সম্ভব।

ক্লিক,ফোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend