ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

১ ঘন্টায় ৫ লাখ ইউনিট রেডমি নোট ১০ বিক্রি

১ ঘন্টায় ৫ লাখ ইউনিট রেডমি নোট ১০ বিক্রি
১ ঘন্টায় ৫ লাখ ইউনিট রেডমি নোট ১০ বিক্রি

গত সপ্তাহে চীনে রেডমি নোট ১০ সিরিজ উন্মোচন করে শাওমি, যেখানে আন্তর্জাতিক সংস্করণের মতোই স্থানীয় সংস্করণে রেডমি নোট ১০ প্রো এবং রেডমি নোট ১০ ফাইভজি মডেল ছিলো। মঙ্গলবার উভয় মডেলের প্রথম বিক্রিতে অসাধারণ সফলতা মিলেছে।

শাওমি জানিয়েছে বিক্রি শুরু হওয়ার প্রথম ঘন্টাতেই পাঁচ লাখ ইউনিট রেডমি নোট ১০ সিরিজের ফোন বিক্রি হয়েছে। কুইক ন্যাপকিন ম্যাথ জানিয়েছে, প্রথম মিনিটেই আট হাজারের অধিক ফোন বিক্রি হয়েছে।

উল্লেখ্য, নোট ১০ প্রো মডেলটিতে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে; ডিসপ্লেতে থাকছে ১২০০ নিট পিক উজ্জ্বলতা ও ১০০ শতাংশ ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট।

ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের সুপার-ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সামনে আছে খুব ছোট পাঞ্চহোলের ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা।

১ ঘন্টায়,৫ লাখ,রেডমি নোট ১০
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend