ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

পাঠাও-এর নতুন সিইও ফাহিম আহমেদ

পাঠাও-এর নতুন সিইও ফাহিম আহমেদ
পাঠাও-এর নতুন সিইও ফাহিম আহমেদ

জনপ্রিয় রাইড শেয়ারিং ও ডিজিটাল সেবার প্ল্যাটফর্ম পাঠাও এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিচ্ছেন ফাহিম আহমেদ। তিনি ২০১৮ সালে চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে পাঠাও তে যোগদান করেন। পরবর্তীতে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে কোম্পানিটির সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করে আসছিলেন।

পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও হুসেইন মোহাম্মদ ইলিয়াসের স্থলাভিষিক্ত হলেন তিনি।

ফাহিম আহমেদ তার উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে। বেশ কিছুদিন কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে। তিনি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান এসইএএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি স্কটল্যান্ড ভিত্তিক একটি ব্যাংকে ও আমেরিকান সিকিউরিটিসে বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বনামধন্য বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবেও কাজ করেছেন তিনি। করোনাকালীন সময়ে পাঠাও এর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ ও তার সঠিক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফাহিম।

পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা হুসাইন ইলিয়াস প্রতিষ্ঠালগ্ন থেকেই সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠার ছয় বছরের মাথায় নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে কোম্পানিটি। ফাহিম আহমেদ সিইও যোগদান করলেও ইলিয়াস বোর্ড অব ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি পাঠাও এর সিনিয়র অ্যাডভাইজারের পদে দায়িত্ব পালন করবেন। ইলিয়াস মনে করেন নতুন নেতৃত্বের মাধ্যমে পাঠাও এর সাফল্যের ধারা আরো বেগবান হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া এক বার্তায় ফাহিম বলেন, 'পাঠাও প্রতিনিয়ত লক্ষ লক্ষ গ্রাহক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাইডারদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। সামনের সময়টি আমাদের জন্য অনেক বেশি সম্ভাবনায়, কিন্তু এটি কাজে লাগাতে হলে আমাদের অবশ্যই লক্ষ্যে অবিচল থেকে আরো দ্রুত অগ্রসর হতে হবে। পাঠাও এর টিম কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি অনেক বেশি রোমাঞ্চিত।'

২০১৫ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে পাঠাও বাংলাদেশে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্সভিত্তিক নানারকম সেবা দিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়েও পাঠাও তাদের কার্যক্রম আরে বিস্তৃত করতে এবং সেবা মান আরো উন্নত করতে সক্ষম হয় বলে জানানো হয়েছে বার্তাটিতে। বর্তমানে ৮০ লাখের অধিক ব্যবহারকারী, ৩ লাখ চালক এবং ৩০ হাজারের অধিক ব্যবসায়ী পাঠাও এর প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছে।

পাঠাও,ফাহিম আহমেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend