সিলেটবাসীদের জন্য সুখবর। এতদিন সিলেটবাসীরা পাঠাও এর রাইড শেয়ারিং ও কুরিয়ার সার্ভিস উপভোগ করে এসেছেন। এবার তারা পাঠাও ফুড সার্ভিস উপভোগ করতে পারবেন। পাঠাও’ এর সিলেট কার্যালয়ে আজ “পাঠাও ফুড’ এর কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
এখন সিলেটের সবাই অফিস বা ঘরে বসেই নিশ্চিন্তে তাদের পছন্দের ও সেরা সব রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। আর চাইলে খাবারের মূল্য পরিশোধ করতে পারবেন ডিজিটাল পেমেন্টে অথবা ক্যাশ অন ডেলিভারিতে। গ্রাহকরা নিজ জোনের সকল রেস্টুরেন্ট থেকে পাঠাও আ্যপ ব্যবহার করে খাবারের অর্ডার করতে পারবেন এবং ফোন করার ঝামেলা থেকে মুক্ত থাকবেন। আর থাকবে না রেস্টুরেন্টে লাইন ধরে দীর্ঘসময়ের অপেক্ষা।
সিলেটে ‘পাঠাও ফুড’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাও এর প্রেসিডেন্ট ফাহিম আহমেদ। পাঠও থেকে আরো উপস্থিত ছিলেন সায়েদা নাবিলা মাহাবুব, মার্কেটিং এবং পাবলিক রিলেশন পরিচালক, অনুলেখা চৌধুরী, ব্র্যান্ড ও কমিউনিকেশন ম্যানেজার, সহ আরও অনেকে।