অনলাইন সংস্করণ
১৯:১০, ০৫ আগস্ট, ২০২১
ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গের একটি মামলা সমাধানে ৮৬ মিলিয়ন ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে ভিডিও কনফারেন্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান জুম।
মামলায় অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুক, গুগল ও লিংকডইনে শেয়ার করে লাখো ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ করেছে জুম।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের একটি জেলা আদালতে ২০২০ সালের মার্চে মামলাটি করা হয়।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, জুম কর্তৃপক্ষ অপরাধ অস্বীকার করলেও তাদের নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছে।
প্রাথমিক মধ্যস্থতায় জুম তথ্য নিয়ে কাজ করতে এবং গোপনীয়তার বিষয়ে তাদের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে। তবে এটি ক্যালিফোর্নিয়ার সান জোসের জেলা জজের মাধ্যমে অনুমোদন পেতে হবে।
জুমের এক মুখপাত্র বলেন, 'জুমের জন্য ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার সবার ওপরে। আমাদের ওপর ব্যবহারকারীদের যে বিশ্বাস তা আমরা সর্বাত্মকভাবে রক্ষা করার চেষ্টা করি।'