ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | | বাংলা কনভার্টার
walton

যমুনা ব্যাংকের ডিজাস্টার রিকভারি সাইট থাকবে ফেলিসিটি আইডিসিতে

যমুনা ব্যাংকের ডিজাস্টার রিকভারি সাইট থাকবে ফেলিসিটি আইডিসিতে
যমুনা ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট থাকবে ফেলিসিটি আইডিসিতে

যমুনা ব্যাংকের ডিজ্যাস্টার রিকভারি সাইট ও ইনফ্রাস্ট্রাকচার হোস্ট করা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। সেখানে ফেলিসিটি আইডিসি’র আন্তর্জাতিক মানের ক্যারিয়ার নিউট্রাল ট্রায়ার-থ্রি ডেটা সেন্টারে হোস্ট হবে এই সাইট ও ইনফ্রাস্ট্রাকচার।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) যমুনা ব্যাংক ও ফেলিসিটি আইডিসি’র মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ফেলিসিটি আইডিসি তাদের বঙ্গবন্ধু হাইটেক পার্কের টায়ার-থ্রি ডেটা সেন্টারে কো-লোকেশন পদ্ধতিতে যমুনা ব্যাংকের ব্যাকআপ সাইটটি হোস্ট করবে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ এবং ফেলিসিটি আইডিসি’র চেয়ারম্যান ময়নুল হক ছিদ্দিকী ও সিইও শরিফুল আলম।

এছাড়াও যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ফজলে কাইয়ুম ও এ কে এম আতিকুর রহমান, আইসিটি ডিভিশনের হেড সৈয়দ জাহিদ হোসেন, ফেলিসিটি আইডিসি’র ডিজিএম ফিরোজ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যমুনা ব্যাংক,ফেলিসিটি আইডিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend