তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) তার প্রতিষ্ঠার ৩৫ বছরে পদার্পন করেছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ- রুপগঞ্জ ভূলতায় সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে গতকাল ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার দিনব্যাপী ‘বিসিএস ৩৫ বছর উদযাপন’ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিসিএস পরিবারের চার হাজারের মতো সদস্য পরিবারের পাশাপাশি অংশীজনদের উপস্থিতিতে দিনভর অনুষ্ঠিত হয় নতুন মাইলফলক পূর্তির উৎসব।
নজর কেড়েছে ভ্যেনুতে প্রবেশের পরই প্রতিটি শিশুর মধ্যে ইচ্ছেহ মতো খেলনা বেছে নেয়ার সুযোগ।বেলা সড়ে ১১টায় বেলুন উুড়য়ে উৎসবের উদ্বো ধন করেন পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ রঞ্জন সাহা, সাবেক সভাতি এসএম ইকবাল ও বর্তমান মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।এরপর পরিকল্পনামন্ত্রীকে সঙ্গে নিয়ে বিসিএস আঞ্চলিক কমিটির হাতে ক্রেস্ট তুলে দেন বিসিএস সভাপতি শাহীদ উল মুনীর।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এই সময় সুভেচ্ছা জানাতে আসেন।
‘বিসিএস ৩৫ বছর উদযাপন’ এর আহ্বায়ক বিসিএস সহভাপতি মোহাম্মাদ জাবেদুর রহমান শাহীন সহ কার্যনর্বাহী কমিটির পরিচালকরা উপস্থিত ছিলেন।