সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বুয়েট অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা-২০২০।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আবদুর রহমান খান জিহাদ।
সভায় সেক্রেটারি জেনারেল শুভেচ্ছা বক্তব্যের শেষে ২০২০ সালের বার্ষিক আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন, ২০২১ সনের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ উপস্থাপন, ২০২০ ও ২০২১ সালের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনা সকল সদস্যের সামনে তুলে ধরেন ।
এরপর সাধারণ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন সভাপতি। নিয়ম অনুযায়ী উপস্থিত সদস্যদের অনুমতিতে সভার নির্ধারিত এজেন্ডা অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিসিএস এর ভাইস প্রেসিডেন্ট (এডমিন) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) রেজাউল করিম, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) ফাহাদ জামান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (ফাইন্যান্স) মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) জনাব নজরুল ইসলাম ভূইয়া, ট্রেজারার ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম, সোসাইটির সকল কাউন্সিলর ও সদস্য বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএস-এর কাউন্সিল রবিন সরকার ।