ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

বেসিস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল টিম ওয়ান প্যানেল, জয়ী ৬ পদে

বেসিস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল টিম ওয়ান প্যানেল, জয়ী ৬ পদে
বেসিস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল টিম ওয়ান প্যানেল, জয়ী ৬ পদে

দেশের সফটওয়্য্যার খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ভোটে দুসংখ্যাগরিষ্ঠতা পেল টিম ওয়ান প্যানেল। বিজয়ী হয়নি আট স্বতন্ত্র্য প্রার্থীর একজনও।

তবে পূর্ণপ্যানেলে না জিতলেও হাড্ডা-হাড্ডি লড়াইয়ে বেসিসের প্রাক্তন জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদের প্যানেল ‘ওয়ান টিম’থেকে জিতেছেন ৬ জন। ১১ পদের বাকি ৪জন জিতেছেন বেসিসের দুই মেয়াদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিমের ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেল থেকে।

ফলাফল অনুযায়ী, ভোটে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনার্জি স্কোয়াডের স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের কর্ণধার মুশফিকুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন একই প্যানেলের সদস্য এবং ড্রিম৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচলক রাশাদ কবির (৩২২)।

আর তৃতীয় সর্বোচ্চ ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টেকনোহ্যোভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম। তার চেয়ে এক ভোট কম পেয়ে বিজয়ী হয়েছেন টিম ওয়ান নেতা টিম ক্রিয়েটিভ সিইও রাসেল টি আহমেদ।

এর পর যথাক্রমে টিম ওয়ান সদস্য ও এনরুট ইন্টারন্যাশনালের আবু দাউদ খান (২৬৩), টেকনোগ্রামের এ কে এম আহমেদুল ইসলাম বাবু (২৬৩), গিগা টেকের সামিরা জুবেরী হিমিকা (২৬০) এবং সিনার্জির সদস্য ও অ্যাডভান্সড ইআরপির মোস্তাফিজুর রহমান সোহেল (২৫১) নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সহযোগী ক্যাটাগরিতে টিম ওয়ান থেকে ড্রিমার্জ ল্যাবের তানভীর হোসেন খান ৬৭টি এবং অ্যাফিলিয়েট থেকে পাঠাওয়ের ফাহিম আহমেদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে মাস্টার কার্ড কান্ট্রিম্যানেজারা সৈয়দ মোহম্মাদ কামাল।

রবিবার ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল। এসময় বোর্ড সদস্য রফিকুল ইসলাম রাউলি ও খন্দকার আতিক ই রাব্বানী এবং এশিয়া-ওশেনিয়া অঞ্চলের কম্পিউটার সংগঠনগুলোর সমন্বয়ে তৈরি অ্যাসোসিও’র প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাচনের আপিল বোর্ড সদস্য আবদুল্লাহ এইচ কাফী উপস্থিত ছিলেন।

নির্বাচন শেডিউল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর নির্ধারিত হবে কে হচ্ছেন বেসিস সভাপতি-সেক্রেটারি।

বেসিস নির্বাচন-২০২১,টিম ওয়ান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend