২৭ই ডিসেম্বর সোমবার ডিজিটাল বাংলাদেশ গড়ায় বাস্তবধর্মী ৬টি সমস্যার সমাধানের খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত তথ্য প্রযুক্তিবিদদের সংগঠন সিটিও ফোরামের ‘সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২১’ এর সমাপনী পুরস্কার বিতরন ও গালা নাইট অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম পিএএ এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ডঃ বিকর্ণ কুমার ঘোষ সম্মানিত অতিথি ছিলেন আই সিটি ডিভিশনের এস্পায়ার টু ইনোভেট প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব দেওয়ান মোহাম্মাদ হুমায়ুন কবির ও টাইটেল স্পন্সর ফেয়ার গ্রুপ হুন্দাই এর চেয়ারম্যান রুহুল আল মাহবুব।
১লা আগস্টে অনলাইন প্লাটফর্মে নিবন্ধন শুরু হয়ে আইডিয়া রাউন্ড, প্রোটটাইপ রাউন্ড, অনলাইন ডেমন্সট্রেশান ও সর্বশেষ ১৭ ই ডিসেম্বর ফিজিক্যাল প্রেজেন্টেশানের মাধ্যমে প্রতিযোগিতাটি শেষ হয়। সারা দেশ থেকে “ ক্ষুধা মুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুনগত শিক্ষা, ই-কমার্স, এমার্জিং টেকনোলোজি, ভার্চুয়াল এসিস্টেন্স, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশান” এমন ৬টি চ্যালেঞ্জ ও ৩টি সাব চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া জাতীয় পর্যায়ের ভার্চুয়াল ইনোভেশন হ্যাকাথন নিবন্ধন করে প্রায় ২০০টি টিম। এর মধ্য থেকে ৫০জন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসরগন নিয়ে জুড়ি বোর্ড ও ২০জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বোর্ডের সদস্যদের বিভিন্ন ভাবে বাছাই করা ১০০টি টিম নিয়ে শুরু হয় এই হ্যাকাথন। সিটিও ফোরাম এর সাথে এই আয়োজনে যুক্ত ছিলো বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং এস্প্যায়ার টু ইনোভেট বা এটুআই।
সিটিও ফোরাম ইনোভেশান হ্যাকাথন এর আহ্বায়ক ইউল্যাব ইউনিভার্সিটির সিএসই ডিপার্ট্মেন্ট এর প্রধান সৈয়দ আখতার হোসেন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে হ্যাকাথনের বিস্তারিত বর্ননা করেন।
১ম বিজয়ী হয় ঢাকার একটি দল টিম Dhaka Executors , ভার্চুয়াল এসিস্টেন্ট গ্রুপের চ্যালেঞ্জের জন্য প্রথম পুরস্কার হিসেবে তারা ১লক্ষ টাকার আর্থিক পুরষ্কার পায়। ২য় স্থান অধিকারী দল Nauts, জিরো হাংগার গ্রুপের চ্যালঞ্জের জন্য তারা পায় ৭৫ হাজার টাকার আর্থিক পুরস্কার এবং ৩য় স্থান অর্জনকারি দুইটি দল যুগ্ন ভাবে অল্টার্নেট শিফট অটোমেশান অফ মেনুয়াল প্রোসেস ও টিম ডিসেন্ট্রালাইজড গুড হেলথ ও ওয়েল বিং চ্যালেঞ্জের জন্য ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার । একই সাথে টিম গুলোর মধ্যে অনেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানিতে ক্যারিয়ার গঠনের সুযোগ পায়।
ট্রান্সফরমেশন, এম্পাওয়ারমেন্ট, ইমপ্লয়মেন্ট স্লোগান নিয়ে এ হ্যাকাথনের সমাপনি আয়োজনের সভাপতির বক্তব্যে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বাংলাদেশ গোল্ডেন ডিভিডেন্ট যুগে রয়েছে, মনে করিয়ে দিয়ে বলেন এই তরুণদের কে যদি সঠিক ভাবে কাজে লাগিয়ে তাদের এই সকল ইনোভেটিভ আইডিয়া কে সঠিক নার্সিং করা যায় তবেই হবে ডিজিটাল বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে এল জি আর ডি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন ডিজিটাল বাংলাদেশ যে এখন আর কল্পনা নয় বরং বাস্তব, সেটা এই হ্যাকাথনে এসে প্রমান মেলে। প্রান্তিক জনগোষ্ঠী এই ডিজিটালাইজেশান এর আয়োতায় চলে এসেছে, এবং এর সুফল পাচ্ছে প্রতিটি মানুষ। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মিলিত সিটিও ফোরামের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আই সি টি বিভাগের সিনিয়র সচিব বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর আই সি টী উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর দিক নির্দেশনায়, মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক স্যার এর নেতৃত্বে বাংলাদেশকে একটি সফল, আধুনিক এবং ইনোভেটিভ কান্ট্রি তে রপান্তর করতে আইসিটি ডিভিশন নিরন্তর কাজ করে যাচ্ছে। সেই কর্মযজ্ঞে সিটিও ফোরাম বাংলাদেশ এর এই আয়োজন অন্যতম সংযোজন। তিনি সকল তরুণকে আহ্বান করেন ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং নিজের উদ্ভাবনী আইডিয়া গুলোর সঠিক প্রয়োগে উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের প্রয়োজনিয়তা তুলে ধরেন। সঠিক ভাবে হ্যাকাথন থেকে প্রাপ্ত সমাধান গুলোকে নার্সিং করার জন্য আইসিটি ডিভিশন থেকে সকল সহায়তার আশ্বাস দেন।
সেই সাথে সকল পৃষ্ঠপোষক বিশেষ করে টাইটেল স্পন্সর বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ও আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ডঃ বিকর্ণ কুমার ঘোষ বলেন বাংলাদেশকে বিশ্বের কাছে ডিজিটাল হাবে পরিনত করতে এই ইনোভেশন হ্যাকাথন একটি মাইল ফলক হয়ে থাকবে, তিনি ইনোভেশন হ্যাকাথনের পার্টনার হিসেবে হাইটেক পার্ক থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের কথা বলেন। এস্পায়ার টু ইনোভেট (এটুআই) এর প্রকল্প পরিচালক জনাব দেওয়ান মোঃ হুমায়ুন কবির তার বক্তব্যে সরকারের প্রায় ২হাজারের ও অধিক সকল সেবা গুলোকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নিয়ে আসতে ইনোভেশান প্রক্রিয়ার আবশ্যিকতা তুলে ধরেন এবং সেই কারনে এই ইনোভেশন হ্যাকাথনে সিটিও ফোরাম বাংলাদেশ এর সাথে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের এর যোগবন্ধনের গুরুত্ব প্রকাশ করেন।
হ্যাকাথনের টাইটেল স্পন্সর ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আল মাহবুব দেশের আইটি ইন্ডাস্ট্রিতে দক্ষ ও মেধাবী তরুণদের তৈরি করতে এই হ্যাকাথনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ইনোভেশন হ্যাকাথনের সহযোগী এস্পায়ার টু ইনোভেট (এটুআই) এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা আরফে এলাহী মানিক সমাপনি বক্তব্যে সকলকে ধন্যবাদ প্রদান করেন।
ঢাকার একটি অভিজাত ক্লাবে সিটিও ফোরামের কার্যনীর্বাহি ও অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এবং হ্যাকাথনের বিজয়ী ও অংশগ্রহণ করা টিম উপস্থিত ছিলেন। পুরুস্কার বিতরনের পরে সাংস্কৃতিক আয়োজনের মাধ্মে অনুষ্ঠান শেষ হয়। সিটিও ফোরামের অফিশিয়াল ফেসবুক পেইজে আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়।