ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
২৩ °সে
|
বাংলা কনভার্টার
walton

গুগল প্রজেক্ট জিরোর গবেষণা

ম্যাক ওএস ও উইন্ডোজের তুলনায় অধিক নিরাপদ লিনাক্স

ম্যাক ওএস ও উইন্ডোজের তুলনায় অধিক নিরাপদ লিনাক্স
ম্যাক ওএস ও উইন্ডোজের তুলনায় অধিক নিরাপদ লিনাক্স

অপারেটিং সিস্টেম বিবেচনায় সাধারণ ব্যবহারকারীদের কাছে লিনাক্স তেমন জনপ্রিয় নয়। প্রথম পর্যায়ে উইন্ডোজ এবং পরবর্তী ধাপে অ্যাপলের ম্যাক ওএসকেই সবাই প্রাধান্য দেয়। তবে গুগল প্রজেক্ট জিরোর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিরাপত্তা ও কাজের গতির দিক থেকে লিনাক্স মাইক্রোসফটের উইন্ডোজ ও অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমকে পেছনে ফেলেছে।

অ্যাপল ও মাইক্রোসফটের তুলনায় লিনাক্স দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা আপডেট দেয়। স্ক্রিনর্যান্টের তথ্যানুযায়ী, ব্যবহারকারীদের জন্য প্লাটফর্মের নিরাপত্তার বিষয়টি ধীরে ধীরে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এতদিন পর্যন্ত নিরাপত্তা ও ভার্সন আপডেটের ক্ষেত্রে ম্যাক ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে লিনাক্সের তুলনায় অধিক নিরাপদ ভাবা হতো। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ম্যাক ও উইন্ডোজের তুলনায় লিনাক্স নিরাপত্তার দিক থেকে অধিক কার্যকর।

অপারেটিং সিস্টেমের পাশাপাশি সফটওয়্যারের জন্য ম্যালওয়্যারের আক্রমণ অন্যতম সমস্যায় পরিণত হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের চিহ্নিত করে সাইবার হামলার হারও দিন দিন বাড়ছে। হ্যাকাররা বিভিন্ন সফটওয়্যার কোম্পানির দুর্বল দিক বের করে গ্রাহকদের হামলা করছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে সমস্যা সমাধানে চাপের মধ্যে থাকতে হচ্ছে।

কয়েক বছর আগে লিনাক্সে হোস্ট দুর্বলতার সন্ধান পাওয়া গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ধারণা করা হয়েছিল যে অপারেটিং সিস্টেমটি হয়তো অন্যদের তুলনায় কম নিরাপদ। তবে ধারণাটি সত্য নয়।

গুগলের প্রজেক্ট জিরো টিম পরিচালিত এক গবেষণার তথ্যানুযায়ী, লিনাক্সের ডেভেলপাররা ম্যাক ও উইন্ডোজের তুলনায় দ্রুত সময়ে সিকিউরিটি সমস্যার সমাধান দেয়। অর্থাৎ এ অপারেটিং সিস্টেম গুগলের ক্রোম ওএস ও অ্যান্ড্রয়েডের তুলনায় দ্রুত সিকিউরিটি বাগ সমাধানে সক্ষম। লিনাক্সের ডেভেলপাররা কত দ্রুত সিকিউরিটি সমস্যার সমাধান করতে পারে, সেটি যাচাইয়ে গবেষকরা ২০১৯ সালের জানুয়ারি ও ২০২১ সালের ডিসেম্বরে সমাধানকৃত ত্রুটি পরীক্ষা করেন। প্রাপ্ত ফলে দেখা যায়, সাধারণভাবে ওপেন সোর্স প্রোগ্রামাররা মাত্র ২৫ দিনে সমস্যার সমাধান দেয়।

অন্যদিকে ম্যাক ওএসে পাওয়া ত্রুটি সমাধানে অ্যাপল ৬৯ দিন এবং মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়া নিরাপত্তা ত্রুটির সমাধানে ৮৩ দিন সময় নিয়েছে। একই সময়ে গুগল ও মজিলা ত্রুটি সমাধানে যথাক্রমে ৪৪ ও ৪৬ দিন সময় নিয়েছে। সমস্যা সমাধানে সবচেয়ে বেশি ১০৯ দিন সময় নিয়েছিল ওরাকল।

মোবাইল অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটি সমাধানে কোনটি কেমন সময় নিচ্ছে, তাও উঠে এসেছে গুগল প্রজেক্ট জিরোর গবেষণায়। সেখানে দেখা গেছে গুগলের অ্যান্ড্রয়েডের চেয়ে আইওএস ব্যবহারকারীদের নিরাপত্তা ত্রুটি দ্রুত সমাধান করেছে অ্যাপল। অ্যান্ড্রয়েডের চেয়ে অ্যাপলের কাছে বাগসংক্রান্ত রিপোর্ট অধিক এসেছে। আইওএসে ৭৬টি বাগ রিপোর্ট এসেছে এবং অ্যাপল তা গড়ে ৭০ দিনের মধ্যে সমাধান করেছে। একই সময়ে স্যামসাং ১০টি বাগের রিপোর্ট পেয়েছে এবং গুগল পেয়েছে ছয়টি। কিন্তু তারা এ স্বল্পসংখ্যক নিরাপত্তা ত্রুটি সারতে সময় নিয়েছে গড়ে ৭২ দিন।

ম্যাক ওএস,উইন্ডোজ,লিনাক্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend