চলতি ২০২২ সালের অমর একুশে গ্রন্থমেলায় লেখক তানিম সুফিয়ানীর প্রথম বই ‘ব্লকচেইন : আগামীর প্রযুক্তি’ প্রতীক প্রকাশনা সংস্থা হতে মুক্তি পেতে যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় অমর একুশে বইমেলায় অবসর-প্রতীক প্রকাশনা সংস্থার প্যাভিলিয়নের (প্যাভিলিয়ন নং ৬) সামনে অনুষ্ঠিত হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বইটি ইতিমধ্যেই রকমারি.কমে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে।
‘ব্লকচেইন : আগামীর প্রযুক্তি’ গ্রন্থটি চতুর্থ শিল্প বিপ্লবের পাঞ্জেরী-সম প্রযুক্তি ব্লকচেইন নিয়ে লেখা। অনেকেই ব্লকচেইনকে ক্রিপ্টোকারেন্সি কিংবা ডিজিটাল মুদ্রার সমার্থক মনে করেন, কিন্তু বাস্তবে তা নয়। ব্লকচেইন ডিজিটাল মুদ্রার পেছনের প্রযুক্তি কিংবা ভিত্তিপ্রস্তর। তবে ব্লকচেইন দিয়ে শুধু ডিজিটাল মুদ্রা নয়, আরও অনেক কিছুই করা সম্ভব। সম্ভাবনা আসলেই সীমাহীন। বলা যেতে পারে, ডিজিটাল মুদ্রা কিংবা ক্রিপ্টোকারেন্সি যদি হয় এক প্রজাতির মাছ, তবে ব্লকচেইন প্রযুক্তি সম্পূর্ণ মহাসাগর।
অর্থনীতিবিদ ক্লাউস শোয়াব থেকে শুরু করে অনেক মনীষীর মতে চতুর্থ শিল্প বিপ্লব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিপ্লব এখন তার বাল্যবস্থায় আছে। এই চতুর্থ শিল্প বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, থ্রিডি প্রিন্টিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অব থিংজ, ব্লকচেইন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে এক নতুন বিশ্বের গঠন হবে।
চতুর্থ শিল্প বিপ্লবে পাঞ্জেরী-সম ভূমিকা পালন করবে ব্লকচেইন। অদূর ভবিষ্যতেই ব্লকচেইন প্রযুক্তি ব্যাংকিং, বীমা, উৎপাদন, সাপ্লাই চেইন, লজিস্টিকস, ডিজিটাল আইডি, জন্ম ও পাসপোর্ট নিবন্ধন, ডাটা শেয়ারিং, শিল্প, বিনোদন, ক্রীড়া, রিয়েল এস্টেট, স্বাস্থ্যখাত, খাদ্য নিরাপত্তা, কৃষিখাত, দাতব্যখাত, ঔষধ শিল্প, মানবাধিকার সহ আরও অনেক খাতে অভূতপূর্ব ভূমিকা রাখতে চলেছে। শুধু তাই নয়, এই ব্লকচেইন প্রযুক্তিই গড়তে পারে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং বৈষম্যহীন এক পৃথিবী।