ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

ই-ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

ই-ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত
ই-ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

শিগগিরি ই-ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করতে যাচ্ছে ভারত। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’।

এক সংবাদ সম্মেলনে হর্ষ বর্ধন বলেন, ভারত ইতোমধ্যে মেডিকেল ভিসা ইস্যু শুরু করেছে। শিগগিরই ই-ট্যুরিস্ট ভিসা চালুর পরিকল্পনা আছে।

ভারতে স্বাস্থ্যসেবার সুবিধা দেশটির মেডিকেল ট্যুরিজমকে অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা বিশ্বে ভারতের চিকিৎসা পর্যটনের চাহিদা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ভারত বরাবরই একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, তবে কয়েক বছর ধরে এটি চিকিৎসা পর্যটনের জন্য একটি শীর্ষস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতে স্বাস্থ্যসেবা শিল্পের ব্যাপক অগ্রগতি হয়েছে, যা বিশ্বের অন্যতম সেরাদের তুলনীয়। আমাদের শিক্ষাব্যবস্থায় বিশ্বমানের চিকিৎসক, নার্স ও প্যারামেডিকেল স্টাফ তৈরি হচ্ছে, যা এখন বিশ্বজুড়ে স্বীকৃত। এমনকি অনেক জায়গায় ভারতকে বিশ্বের ফার্মাসি বলা হয়। ভারত ওষুধের অন্যতম বৃহৎ প্রস্তুতকারক দেশ এবং বিশ্বজুড়ে ভ্যাকসিনের একটি বড় অংশ সরবরাহ করে।

ই-ট্যুরিস্ট ভিসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend