ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হচ্ছে দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়ামের

২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হচ্ছে দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়ামের
আহমেদ জামান সঞ্জীব (সামনের সারিতে ডান থেকে দ্বিতীয়) ও তাঁর দল। ছবি : সংগৃহীত

২০১৭ সালের ফেব্রুয়ারিতে আহমেদ জামান সঞ্জীব ও তাঁর স্ত্রী ইয়ামিন রত্না যান পানাম নগর দেখতে। প্রায় ৪০০ বছরের পুরনো পানাম নগরে এখনো মঠবাড়ি, ইস্ট ইন্ডিয়া কম্পানির বাণিজ্য কুঠি, পোদ্দারবাড়ি, কাশীনাথের বাড়ি, আর ছোট-বড় ৫২টি ভবন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এর মধ্যে ১০টি ভবন প্রায় বিলুপ্তির পথে। বেশির ভাগ ভবনের কক্ষের ইট-পলেস্তারা খসে পড়েছে, কারুকাজগুলোও নষ্ট হওয়ার দশা।

দেখে কষ্ট লেগেছিল সঞ্জীব ও তাঁর স্ত্রীর। এভাবে চলতে থাকলে একসময় নতুন প্রজন্ম হয়তো আর এই নান্দনিক স্থাপনা দেখতে পাবে না। সঞ্জীব ভাবতে থাকেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের এই ঐতিহ্যটা কিভাবে তুলে ধরা যায়। সেই ভাবনা থেকেই এটাকে ডিজিটালি সংরক্ষণ করার কথা মাথায় এলো।

শুধু সংরক্ষণই নয়, এসব ঐতিহ্যবাহী স্থাপনা যে কেউ যাতে দেখতে পারে ঘরে বসেই, সেই লক্ষ্যে কাজ শুরু করলেন। তবে তখনো দেশে ভিআর একেবারেই নতুন প্রযুক্তি। যেকোনো স্থাপনাকে ভিআর প্রযুক্তির মাধ্যমে দেখার উপযোগী করতে হলেও বেশ কিছু যন্ত্রাংশ লাগে। সেসবের কিছুই ছিল না সঞ্জীবের। তাই শুরুতে সংগ্রহ করলেন একটি ভিআর হেডসেট। এরপর অনলাইনে টিউটরিয়াল ও টিপস নেওয়ার পালা। আইটি সেক্টরে আগে থেকেই কাজের সুবাদে প্রাচীন স্থাপনাগুলো ডিজিটাইজেশনের কাজে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি সঞ্জীবকে। পুরোদমে নিজের স্বপ্নের প্রকল্পে মনোযোগ দিতে একসময় চাকরিটা ছেড়ে দিলেন।

ষাটগম্বুজ মসজিদ দিয়ে শুরু

তত দিনে সঞ্জীবের স্বপ্নের সারথি হন আরো কয়েকজন তরুণ। আশেক ই ইলাহি তাঁদের একজন। সঞ্জীব, রত্না ও আশেক—তিনজনে মিলে পুরো প্রকল্পের নকশা সাজাতে থাকেন। শুরুতেই তাঁরা বেছে নেন ষাটগম্বুজ মসজিদ। ২০১৭ সালেই তিন বন্ধু মিলে চলে যান বাগেরহাট। সঙ্গে নেন দুটি ডিএসএলআর ক্যামেরা। টানা দুই দিন প্রায় সাড়ে তিন হাজার ছবি ক্যামেরাবন্দি করেছেন তাঁরা। পরে তাঁরা শরণাপন্ন হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের। ষাটগম্বুজ মসজিদের আগের রূপটি তুলে আনার ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন। ছয় শতাব্দী আগে মসজিদটি কেমন ছিল তার আসল রূপ দেওয়ার জন্য প্রচুর তথ্যের দরকারও ছিল। এ কাজে সাহায্যের জন্য আরো তিন তরুণ যুক্ত হন তাঁদের সঙ্গে।

হারানো রত্ন পুনরুদ্ধার

একটা সময় ষাটগম্বুজ মসজিদের পুরো এলাকা ছিল গাছপালায় ঠাসা। এখন তা অনেকটাই কমে গেছে। এখানে কী ধরনের গাছপালা কতটুকু দূরে দূরে থাকতে পারে সেসব তথ্য খুঁজতে লাগলেন তাঁরা। মসজিদের বাইরে এখন প্রাচীর আছে। ষাটগম্বুজের মূল নকশায় এসবের বালাই ছিল না। শুরুতে দুটি প্রবেশপথ ছিল—একটি পূর্ব দিকে, অন্যটি উত্তর দিকে। এখন উত্তরের প্রবেশপথটি নেই। মসজিদটির গায়ে পোড়ামাটির ফলক ও খোদাইকৃত বিরল পাথরের অলংকরণ ছিল। এখন তা হারিয়ে গেলেও ভার্চুয়ালি এগুলো সংযোজন করেছেন সঞ্জীবরা। তাঁদের এসব তথ্যের মূল উৎস ছিল বিভিন্ন ঐতিহাসিক বই। ষাটগম্বুজের ছোট ছোট তথ্যগুলো এক সুতায় গাঁথতে মাস ছয়েক লেগেছিল।

যা আছে ভার্চুয়াল মিউজিয়ামে

এখন পর্যন্ত পানাম নগর, শিবমন্দির, ষাটগম্বুজ মসজিদ, ছোট সোনামসজিদসহ ছয়টি স্থাপনাকে ভার্চুয়ালি নিয়ে এসেছে সঞ্জীবের দল। এর মধ্যে পানাম নগরের পুরো কাজ শেষ করতে লেগে যায় প্রায় তিন বছর। সঞ্জীব জানালেন, ভবিষ্যতে চার ডজনের বেশি স্থাপনা যুক্ত হবে ভার্চুয়াল রিয়ালিটির পর্দায়। পরে এই স্থাপনাগুলো নিয়ে ভিডিও গেম বানানোর পরিকল্পনা আছে। আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ভার্চুয়াল মিউজিয়ামের বেটা ভার্সন। এরপর যে কেউ চাইলে http://www.virtualmuseumbd.com ওয়েবসাইটে ঢুঁ মেরে দেখে আসতে পারবে সঞ্জীবের দলের বিচিত্র সব কাজ। ভিআর প্রযুক্তি এখনো সহজলভ্য নয় দেশে। তা ছাড়া সামর্থ্যের ব্যাপারও আছে।

আশেক ই ইলাহি বলেন, ‘স্কুলে স্কুলে গিয়ে ভার্চুয়াল এই জাদুঘরকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই আমরা। যাতে প্রত্যন্ত অঞ্চলের একজন শিশুও যেন ভার্চুয়াল রিয়ালিটির পর্দায় দেখতে পারে আমাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো। ’

ভার্চুয়াল মিউজিয়াম,২৮ ফেব্রুয়ারি,আহমেদ জামান সঞ্জীব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend