ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান

কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান
সভাপতি সুব্রত সরকার ও মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া (ডানে) [ছবি: সংগৃহীত]

দেশে কম্পিউটার পণ্য নির্মাতা ও ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২২-২৪ মেয়াদের সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বুধবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাতটি পদে দুই প্যানেলে ১৪ প্রার্থী অংশ নেন। এতে চার পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সুব্রত সরকারের নেতৃত্বাধীন ‘মেম্বারস ভয়েস’ প্যানেল। তবে সমমনা প্যানেলের দলনেতা স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মোহাম্মদ জহিরুল ইসলাম সর্বোচ্চ ভোট (৮৮২) পান।

মেম্বারস ভয়েসের নির্বাচিতরা হলেন— সভাপতি সুব্রত সরকার (৬৯২ ভোট), সহ-সভাপতি রাশেদ আলি ভূঁইয়া (৮০৪ ভোট), মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া (৭৮৭ ভোট) ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হেলালি (৭৮৯ ভোট)।

এ ছাড়া ‘সমমনা’ প্যানেল থেকে বিজয়ী জহিরুল ইসলাম (৮৮২ ভোট), মনিরুল ইসলাম (৭৩৩ ভোট) ও মোশারফ হোসেন সুমন (৬৩৪) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সংগঠনটির আটটি শাখার নতুন কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে বরিশাল, খুলনা, যশোর ও সিলেট শাখার নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও কুমিল্লা শাখার প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠিত হয়েছে।

বিসিএস নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৩২, ভোট দিয়েছেন ১ হাজার ৩৪১ জন। ২২টি ভোট বাতিল হয়েছে।

কম্পিউটার সমিতি,সুব্রত,কামরুজ্জামান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend