ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
১৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল রোবোটিকস প্রতিযোগিতার শীর্ষ পাঁচে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল রোবোটিকস প্রতিযোগিতার শীর্ষ পাঁচে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ‘দ্বিচারী’ রোবোটিকস দল। ছবি: দ্বিচারী

ইউরোপিয়ান রোবোটিকস লিগ (ইআরএল) নামের প্রতিযোগিতায় জরুরি পরিস্থিতিতে কীভাবে রোবট মানুষের কাজে লাগতে পারে, তা বিচার করা হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের 'দ্বিচারী' রোবোটিকস দলটি ইআরএল-প্রতিযোগিতার শীর্ষ পাঁচে পৌঁছেছে। দলের সদস্যরা শিগগির গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার জন্য পোল্যান্ডের পোজনান শহরে যাবেন, যেখানে তারা ২০ থেকে ২৫ জুন পর্যন্ত আরও ৪ বিদেশি দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রথম এবং দ্বিতীয় রাউন্ড শেষে দ্বিচারীকে তাদের ভূমি ও আকাশপথে চলতে সক্ষম রোবটগুলোকে পরিচালনা করে দেখাতে হবে এবং একইসঙ্গে বিচারক প্যানেলের সামনে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত প্রদর্শন করতে হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে মূলত রোবটের সহায়তায় বিভিন্ন ধরনের উদ্ধার কার্যক্রম পরিচালনার সমস্যার সমাধান করতে বলা হয়েছে।

দ্বিচারীর প্রতিনিধি সাদিকুল আলিম ত্বকি বলেন, 'আমরা একটি রোভার ও একটি ড্রোন তৈরি করেছি, যা দুর্যোগ কবলিত অঞ্চলে আটকে পড়া জীবিত মানুষ খুঁজে বের করতে এবং সংকট মোকাবিলায় জরুরি পণ্য সরবরাহের জন্য কাজ করবে।'

বিশেষজ্ঞ উপদেষ্টাদের তত্ত্বাবধানে টিম দ্বিচারীর নেতৃত্বে আছেন মোঃ ফিরোজ ওয়াদুদ (টেকনিক্যাল ও অটোনোমাস লিড), শামস ফারদৌস অর্ণব (টিম লিড এবং মেকানিক্যাল ও ডিজাইন লিড), জহির উদ্দিন (এআই এবং কমিউনিকেশন লিড), সাদিকুল আলিম ত্বকি (রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন লিড), মাহবুব উল হক (ইলেকট্রনিক্স লিড), মুনতাসির আহাদ (ইলেকট্রনিক্স কো-লিড), সিহাব সাহারিয়ার (কন্ট্রোল অ্যান্ড সফটওয়্যার লিড), মোঃ আমান্তো আমিন (ম্যানেজমেন্ট অ্যান্ড পিআর লিড) এবং তানজিমুল আলম (ম্যানেজমেন্ট অ্যান্ড পিআর কো-লিড)।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়,রোবোটিকস,ইউরোপিয়ান রোবোটিকস লিগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend