ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

টেক্সাসে ১০০ মেগাওয়াট এনার্জি স্টোরেজ প্রকল্প নিয়েছে টেসলা

টেক্সাসে ১০০ মেগাওয়াট এনার্জি স্টোরেজ প্রকল্প নিয়েছে টেসলা
টেক্সাসে ১০০ মেগাওয়াট এনার্জি স্টোরেজ প্রকল্প নিয়েছে টেসলা

বিদ্যুৎ খাতেও বেশ নজর দিয়েছে টেসলা। টেক্সাসে এনার্জি স্টোরেজ প্রকল্প হাতে নিয়েছে ইলন মাস্কের কোম্পানিটি। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ২০ হাজার বাড়িতে বিদ্যুৎ এর জোগান দেবে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

ব্লুমবার্গের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, টেসলার অঙ্গপ্রতিষ্ঠান গ্যামবিট এনার্জি স্টোরেজ স্থানীয় অ্যাংলেটন শহরে কোম্পানির মড্যুলার মেগাপ্যাক ইনস্টল করার কাজ করছে। যখন এটি সম্পন্ন হবে, ১০০ মেগাওয়াট বিদ্যুৎ শহরটির প্রায় সব বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে।

আগামী জুনেই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ হতে পারে। তবে টেসলা কেনো তাদের সাবসিডিয়ারিকে এই প্রকল্পে পরিচিত করছে সেটি এখনও পরিস্কার নয়। ২০১৭ সালেও এটি দক্ষিণ অস্ট্রেলিয়াতে ১০০ মেগাওয়াট আওয়ার ব্যাটারি ফার্ম তৈরি করেছিলো।

টেসলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend