বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে গত ১০ মার্চ ২০২১ তারিখে বেসিস পরিচালক লুনা সামসুদ্দোহা’র স্মরণে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর-এর সঞ্চালনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,এমপি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহিদ-উল-মনির এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ কল সেণ্টার এন্ড আউটসোর্সিং এর সভাপতি ওয়াহিদ শরীফ, বেসিসের প্রাক্তন সভাপতি এস এম কামাল, হাবিবুল্লাহ এন করিম ও সারোয়ার আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, বেসিসের সহ-সভাপতি (অর্থ) জনাব মুশফিকুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেক্রেটারি জেনারেল মুনির হাসান, বিডব্লিউআইটির সহ-সভাপতি জনাব নাজনীন সুলতানা, লুনা শামসুদ্দোহার ছোট ভাই জনাব ইফতেখার রহমান প্রমুখ।
আলোচনাকালে বক্তাগণ তথ্যপ্রযুক্তি খাতে লুনা সামসুদ্দোহা'র অনবদ্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে নারীদের ক্ষমতায়নে এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের জন্য এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য তিনি যে প্রশংসনীয় অবদান রেখেছেন তা বিরল বলে উল্লেখ করেন। তথ্যপ্রযুক্তি খাত ছাড়াও তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সাহসিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে যে স্বকীয় জায়গা তৈরি করেছিলেন সে শূন্যতা সহজে পূরণ হবার নয় বলেও আলোচকগণ উল্লেখ করেন।
বেসিসের উদ্যোগে অনুষ্ঠিত এই স্মরণ সভায় লুনা সামসুদ্দোহার জীবন ও কর্মের উপরে আলোকপাত করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। পরিশেষে লুনা সামসুদ্দোহা'র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বেসিসের প্রাক্তন মহাসচিব জনাব নাহিদ আহমদ।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বেসিস সদস্য ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দ ফেসবুক লাইভের মাধ্যমে অংশগ্রহণ করেন।