ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

রোবো-টেক অলিম্পিয়াডে ড্যাফোডিল ইউনিভার্সিটির ১ম, ২য় ও ৫ম স্থান অর্জন

রোবো-টেক অলিম্পিয়াডে ড্যাফোডিল ইউনিভার্সিটির ১ম, ২য় ও ৫ম স্থান অর্জন
বিজয়ী দলের সদস্যদের সাথে ড্যাফোডিল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফখরে হোসেন, সিএসই এবং ইইই-এর বিভাগীয় প্রধানগণ

গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং রোবোটিক ভ্যালি আয়োজিত রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১ম, ২য়, ও ৫ম স্থান অর্জন করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী রোমান ও তার দল প্রথম স্থান এবং ইলেক্ট্রিক্যালএন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মারুফ ও তার দল দ্বিতীয় এবং সিএসই বিভাগের শিক্ষার্থী শাবনূর অনন্যা আঁখি ও তার দল পঞ্চম স্থান অর্জন করে। বাংলাদেশের ৭০টি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী রোবো-টেক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের এ সাফেল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফখরে হোসেন, সিএসই এবং ইইই-এর বিভাগীয় প্রধানগণ অভিনন্দন জানিয়েছেন।

রোবো-টেক অলিম্পিয়াড,ড্যাফোডিল ইউনিভার্সিটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend