ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

খুলনায় আইএসপিএবির আয়োজনে আইপিভি ৬ প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি

খুলনায় আইএসপিএবির আয়োজনে আইপিভি ৬ প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি
খুলনায় আইএসপিএবির আয়োজনে আইপিভি ৬ প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি

আগামী মাস থেকে আন্তর্জাতিক সার্ভার ব্যবহারের পরিবর্তে কম খরচে স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের (আইএসপি) মধ্যে অভ্যন্তরীণ ডেটা ট্রাফিক পরিচালনা করার সুবিধা চালু করতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। শুরুতে রাজধানী ঢাকাতে কার্যক্রম শুরু করলেও তিন মাস পরেই বিভাগীয় পর্যায়ে এই সেবা চালু করা হবে।

খুলনা স্থানীয় একটি হোটেলে অ্যাডভান্স রাউটিং এবং আইপিভি ৬ প্রয়োগ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক।

আইএসপিএবি যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান সুজন, কোষাধ্যক্ষ সারোয়ার আলম সিকদার,পরিচালক নাছির উদ্দীন, কামাল হোসেন, নাজমুল করিম ভূইয়া, , রাইসুল ইসলাম তুহিন অহিদুউল্লাহ স্বপন, এবং নির্বাহী পরিচালক মাহমুদ শাহেদ এসময় উপস্থিত ছিলেন।

ইন্টারনেট সংযোগের বিষয়ে খুলনার ৫৫ জন সিস্টেম এ্যানালিষ্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ারকে তিন দিন ধরে এই প্রশিক্ষণ দিয়েছেন আর্ন্তজাতিক প্রশিক্ষক মো: আব্দুল আউয়াল ও মিঠু হাওলাদার।

আইএসপিএবি,আইপিভি ৬
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend