ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | | বাংলা কনভার্টার
walton

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৩ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৩ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৩ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হলো স্প্রিং ২০২৩ সেমিস্টারের ক্লাব ফেয়ার।

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গ্রীনরোডে ক্লাব ফেয়ারের আয়োজন করে ইউএপি’র ছাত্র কল্যাণ অধিদপ্তর। ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান যৌথভাবে ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

নবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে সেমিস্টারের শুরুতে ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়।

এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক মুন্সী মাহবুবুর রহমান, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহরিয়ার আনাম।

উদ্বোধন শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। এ সময় ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে বিচারকমনণ্ডলীর দেয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে ৩টি ক্লাবকে সেরা স্টলের পুরস্কার তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ছাত্র-কল্যাণ অধিদপ্তর এ আয়োজনে উপস্থিত হয়ে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য অভিনেতা জনাব ফজলুর রহমান বাবুকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক,স্প্রিং-২০২৩ সেমিস্টারের ক্লাব ফেয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend