ঢাকা | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

এআই বাগ সনাক্ত করলে ১৬ লাখ টাকা পুরস্কার দেবে মাইক্রোসফট

এআই বাগ সনাক্ত করলে ১৬ লাখ টাকা পুরস্কার দেবে মাইক্রোসফট
এআই বাগ সনাক্ত করলে ১৬ লাখ টাকা পুরস্কার দেবে মাইক্রোসফট

বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘বিং ইমেজ ক্রিয়েটর’ যুক্ত করেছে মাইক্রোসফট। এ সুবিধা চালুর ফলে লেখার বিষয়বস্তু বুঝে নিজ থেকেই প্রয়োজনীয় ছবি তৈরি করে দিতে পারে বিং সার্চ ইঞ্জিন।

নতুন এ সুবিধার নিরাপত্তা ত্রুটির সন্ধান পেতে নতুন ‘এআই বাগ বাউন্টি’ কর্মসূচির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ কর্মসূচির আওতায় বিং সার্চ ইঞ্জিনের এআই চ্যাটবটে থাকা নিরাপত্তা ত্রুটির সন্ধান দিলে ২ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৬ লাখ ৫৭ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১০ টাকা ৫০ পয়সা ধরে) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের তথ্যমতে, বিশ্বের যেকোনো দেশে বসবাসকারী নিরাপত্তা–গবেষকদের পাশাপাশি ১৪ বছরের বেশি বয়সী যেকোনো ব্যক্তি এআই বাগ বাউন্টি কর্মসূচিতে অংশ নিতে পারবেন। অংশ নেওয়া ব্যক্তিদের বিং সার্চ ইঞ্জিনে যুক্ত থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন সুবিধার ত্রুটি শনাক্ত করে জানাতে হবে। ত্রুটির গুরুত্ব অনুয়ায়ী বিভিন্ন অর্থ মূল্যের পুরস্কার দেওয়া হবে।

এআই বাগ বাউন্টি কর্মসূচিতে অংশ নিয়ে একাধিক ত্রুটিও শনাক্ত করা যাবে। ত্রুটি শনাক্তের পর মাইক্রোসফট সিকিউরিটি রিসার্চ সেন্টার পোর্টালে প্রতিবেদন জমা দিতে হবে। এরপর ত্রুটিগুলো পর্যালোচনা করে সন্ধানদাতাদের পুরস্কার দেবে মাইক্রোসফট। বিং সার্চ ইঞ্জিনে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এআই বাগ,১৬ লাখ টাকা পুরস্কার,মাইক্রোসফট,এআই বাগ বাউন্টি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention